পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পশু নির্যাতনের বিরুদ্ধে সরব অনুষ্কা - অনুষ্কা শর্মার খবর

পশু নির্যাতনের বিরুদ্ধে সরব অনুষ্কা শর্মা । এই নিষ্ঠুর অপরাধের শাস্তি দিতে আরও কঠিন আইন প্রণয়নের আর্জি অভিনেত্রীর ।

Anushka sharma on animal cruelty
Anushka sharma on animal cruelty

By

Published : Jun 13, 2020, 12:20 PM IST

মুম্বই : অবলা পশুদের উপর হওয়া অত্যাচার দেখে সহ্য করতে পারেন না অনুষ্কা শর্মা । তিনি হতবাক হয়ে যান । যারা এই কাজ করে তাদের বিরুদ্ধে আরও কঠিন আইন প্রণয়নের আবেদন অভিনেত্রীর ।

লকডাউনের মধ্যে পশু নির্যাতনের একাধিক ঘটনা আমাদের সামনে এসেছে । কেরলে অন্তঃসত্ত্বা হাতির হত্যা নির্বাক করে দিয়েছে দেশবাসীকে । রাস্তার কুকুরদের উপর অমানবিক অত্যাচার বা শিয়ালের মাংসে বোমা ঢুকিয়ে তার হত্যা - এই জাতীয় ঘটনা যেন নিত্যনৈমিত্তিক হয়ে উঠেছে প্রতিদিনের খবরে । মেনে নিতে পারছেন না অনুষ্কা ।

IANS-কে বললেন, "আমি হতবাক হয়ে যাই এই খবরগুলো পড়ে । আমি বুঝতে পারি না যে, কীভাবে এরকম কাজ করা সম্ভব ? আমি সবসময় ওই অবলা জীবগুলোর হয়ে কথা বলেছি । তবে আমি যে শুধুমাত্র পশুদের নিয়েই কথা বলছি, এমন নয় । আমি বিশ্বাস করি যে, প্রকৃতির সঙ্গে মিলেমিশে চলতে হবে আমাদের ।"

.

পশু নির্যাতনের বিরুদ্ধে প্রণীত আইন নিয়েও বিরক্ত অনুষ্কা । বললেন, "এখন পশু নির্যাতন করে খুব সহজেই পাড় পেয়ে যাওয়া যায় । 50 টাকা দাও আর তুমি মুক্ত । কঠিন আইন প্রণয়ন করতে হবে । মানুষকে বুঝতে হবে পশু নির্যাতন কত বড় একটা অন্যায় । তাহলেই একটা সভ্য সমাজ তৈরি হতে পারে ।"

ছোটো থেকেই পশুদের প্রতি মানবিক হওয়ার শিক্ষা দেওয়া উচিত বাচ্চাদের, মত অনুষ্কা । মানুষ হিসেবে আমাদেরই এই প্রকৃতিকে রক্ষা করা উচিত, মনে করেন অভিনেত্রী ।

ABOUT THE AUTHOR

...view details