পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রোম্যান্টিক মুহূর্তে ক্যামেরাবন্দি বিরাট-অনুষ্কা - programme

নিজেদের একসঙ্গে কাটানো মুহূর্ত সবসময় সোশাল মিডিয়ায় শেয়ার করেন বিরাট-অনুষ্কা । এবার একটি অনুষ্ঠানে নিজস্ব সময় কাটাতে দেখা গেল এই জুটিকে ।

বিরাট-অনুষ্কা

By

Published : Sep 13, 2019, 9:20 AM IST

Updated : Sep 13, 2019, 9:25 AM IST


দিল্লি : বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা একে অপরের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি প্রায়ই সোশাল মিডিয়ায় শেয়ার করে থাকেন ।

গতকাল একটি অনুষ্ঠানে ফের ধরা পড়ল দু'জনের রোম্যান্টিক মুহূর্ত । বিরাটের হাতে চুম্বন করতে দেখা গেল অনুষ্কাকে । বিনিময়ে স্নেহে অনুষ্কার হাত ধরেন বিরাট । অনুষ্ঠান চলাকালীন নিজেদের মধ্যে কথা বলতে ও হাসতেও দেখা গেল দু'জনকে ।

ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে অরুণ জেটলি স্টেডিয়াম করা হল । সেই অনুষ্ঠানেই এই জুটির মুহূর্তগুলি ধরা পড়েছে ।

ট্র্যাডিশনাল পার্পল রঙের পোশাকে স্বর্গীয় লাগছিলেন অনুষ্কা । সঙ্গে ম্যাচিং গোল্ডেন বর্ডার দেওয়া ওড়না । গাড় রঙের প্যান্ট ও সাদা শার্টের সঙ্গে নেহুরু কোটে দেখা গেল বিরাটকে ।

অনুষ্ঠানে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে অরুণ জেটলি স্টেডিয়াম করার পর কোহলির নামেও একটি স্ট্যান্ড উন্মোচন করা হয় ।

বুধবার বিরাট সোশাল মিডিয়ায় নিজেদের একটি ছবি পোস্ট করেন । যেখানে অভিনেত্রীকে বিকিনি ও কালো সানগ্লাসে দেখা যায় এবং অধিনায়ক শার্টলেস অবস্থায় পোজ় দেওয়ার সময় নিজের ট্যাটু দেখান ।

Last Updated : Sep 13, 2019, 9:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details