মুম্বই : এর আগে একাধিক ছবি প্রযোজনা করছে অনুষ্কা শর্মার সংস্থা । আর এবার অ্যামাজ়ন প্রাইমের একটি ভিডিয়ো সিরিজ়ও প্রযোজনা করছে তাঁর সংস্থা ক্লিন স্লেট কম্পানি । সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজ়ের টিজ়ার ।
আজই মুক্তি পেয়েছে সিরিজ়ের টিজ়ার । সেটি ইনস্টাগ্রামে শেয়ার করেন অনুষ্কা । তবে টিজ়ার থেকে সিরিজ়ের বিষয় সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি । শুধু টিজ়ারে রয়েছে একটি ভয়েস ।
টিজ়ারের শুরুতে একটি শহরকে দেখানো হয়েছে । তারপরই ভয়েস ওভারে বলা হয়, "দিন গোনা শুরু করে দাও । পৃথিবীর নিয়ম বদলাতে আসছে এমনই কেউ যে বিষ ছড়িয়ে দেবে আর বয়ে যাবে রক্ত । আর বদলে দেবে পৃথিবীকে ।"