মুম্বই (মহারাষ্ট্র), 19 মার্চ : আবির্ভাবকালেই বাহবা কুড়িয়েছিল অভিনেত্রী অনুষ্কা শর্মার প্রোডাকশন হাউস ক্লিন স্লেট ফিল্মজ ৷ 2015 সালে অনুষ্কা অভিনীত এনএইচ10 এই প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা ৷ ফ্লেশ গল্প ও ছবির বিষয়বস্তু সমালোচক ও সিনেমাপ্রেমীদের বাহবা কুড়িয়েছিল ৷ প্রযোজক অনুষ্কা শর্মার প্রতি প্রত্যাশা বেড়ে গিয়েছিল কয়েকগুণ ৷ এরপর একে একে পরি, ফিলৌরি এবং নেটফ্লিক্সের (Netflix) হয়ে বুলবুল, প্রাইমের হয়ে পাতাল লোকের মতো সিরিজ তৈরি করে সংস্থাটি ৷ উপরোক্ত সবগুলি সিনেমা, সিরিজগুলিই দর্শকদের প্রশংসা পেয়েছে ৷ তবে আর ছবি প্রযোজনার সঙ্গে যুক্ত থাকতে ইচ্ছুক নন অনুষ্কা ৷ আজ এক ইনস্টা পোস্টে সেই সিদ্ধান্তের কথাই জানিয়েছেন 'রব নে বনা দি জোড়ি'র নায়িকা ৷
অনুষ্কা ইনস্টাগ্রামে জানান, তিনি প্রোডাকশন হাউস ক্লিন স্লেট ফিল্মজ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন (Anushka Sharma Steps Away From Clean Slate Filmz) ৷ কারণ তিনি তাঁর 'প্রথম প্রেম' অভিনয়ে সমস্ত মনযোগ দিতে চান । অনুষ্কা তাঁর ভাই কার্নেশ শর্মা সঙ্গে মিলে 2013 সালে ক্লিন স্লেট ফিল্মজের প্রতিষ্ঠা করেছিলেন ৷ তিনি লেখেন, "আমি কার্নেশ এবং সিএসএফের জন্য সবচেয়ে বড় চিয়ারলিডার হয়ে থাকব এবং এই সংস্থার তৈরি প্রজেক্টগুলির অংশ হতে চাইব ৷" এই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্কার আশ্বাস, আগামি দিনে ক্লিন স্লেট ফিল্মজ আরও ভাল ভাল কনটেন্ট নিয়ে হাজির হবে দর্শকের কাছে (Clean Slate Filmz) ৷