মুম্বই : ফের প্রযোজকের ভূমিকায় অনুষ্কা শর্মা । নেটফ্লিক্সে মুক্তি পাবে তাঁর ছবি 'বুলবুল' । অভিনেত্রী শেয়ার করলেন ছবির প্রথম লুক ।
একটা স্বপ্নের মতো সেই টিজ়ার । দেখলে মনে হবে অ্যানিমেশন ফিল্ম । দেখা গেল এক মেয়েকে, যে পরীর মতো পাতায় ভর দিয়ে দিয়ে উড়ে বেড়াচ্ছে জঙ্গলময় । তার লম্বা মাথার চুল হাঁটু ছুঁয়েছে । ব্যাকগ্রাউন্ডে এক বিশাল চাঁদের প্রতিকৃতি ।