পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ক্রিকেট মাঠকে মিস করছেন বিরাট, ভোলানোর চেষ্টা অনুষ্কার - virat does not miss fans

সম্প্রতি একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন অনুষ্কা । তার ক্যাপশনে লেখেন, "সে ক্রিকেট মাঠ এবং কোটি কোটি ফ্যানের ভালোবাসাকে মিস করছে বলেই আমার মনে হয় । আমি তাই তাকে সেই অনুভূতি দেওয়ার চেষ্টা করলাম ।"

df
sfd

By

Published : Apr 17, 2020, 3:35 PM IST

মুম্বই : লকডাউনের জেরে বন্ধ খেলা । আপাতত গৃহবন্দী বিরাট কোহলি । তাই এই সময় যাতে তিনি ফ্যানদের মিস না করেন তার জন্য একটা নতুন পথ বের করেছেন অনুষ্কা শর্মা ।

ক্রিকেটের মাঠে সারাক্ষণই দর্শকদের মধ্যে একটা উত্তেজনা লক্ষ্য করা যায় । আর গ্যালারি থেকে অনেক সময় ক্রিকেটারদের বিভিন্ন পরামর্শও দিয়ে থাকেন তাঁরা । আর এবার সেই একই সুরে বিরাটকে চার মারার কথা বললেন অনুষ্কা । যদিও স্ত্রীয়ের এই ভিডিয়োর জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না বিরাট ।

অনুষ্কার পাশে বসে বই পড়ছিলেন তিনি । কিন্তু, স্ত্রীর এই কথা শুনে বই থেকে মুখ সরিয়ে অনুষ্কার দিকে তাকান । মুখে কথা কোনও কথা না বললেও ঘাড় নেড়ে বুঝিয়ে দেন যে নির্ঘাত অনুষ্কার মাথা খারাপ হয়ে গিয়েছে ।

ভিডিয়োতে অনুষ্কা বলেন, "আরে কোহলি চার মার না । কি করছিস । চার মার ।" তারপর ক্যামেরা ঘুরে যায় বিরাটের দিকে । অনুষ্কার দিকে কঠিন দৃষ্টিতে তাকান তিনি ।

সম্প্রতি এই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন অনুষ্কা । তার ক্যাপশনে লেখেন, "সে ক্রিকেট মাঠ এবং কোটি কোটি ফ্যানের ভালোবাসাকে মিস করছে বলেই আমার মনে হয় । আমি তাই তাকে সেই অনুভূতি দেওয়ার চেষ্টা করলাম ।"

ভিডিয়ো শেয়ার করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করেন তারকরা । পাশাপাশি অনুষ্কার এই ভিডিয়োর প্রশংসাও করেছেন অনেকেই ।

এর আগে কোরোনা সতর্কতায় একসঙ্গে ভিডিয়ো বার্তা দিয়েছিলেন বিরাট ও অনুষ্কা । পিএম কেয়ার্স ফান্ডে অনুদানও দেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details