মুম্বই : সোশাল মিডিয়া থেকে সন্তানকে দূরে রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন অনুষ্কা শর্মা । আর সেই কারণে 11 জানুয়ারি সন্তানের জন্মের পর কোনও ছবি পোস্ট করেননি তিনি বা বিরাট কোহলি কেউই । এছাড়া, তাঁদের সন্তানের ছবি না তোলার জন্য পাপারাৎজ়িদের অনুরোধও করেছিলেন । অবশেষে আজ নিজেই মেয়ের ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করলেন অনুষ্কা । তবে শুধু ছবিই নয়, মেয়ের নামও প্রকাশ্যে এনেছেন তিনি । একরত্তির নাম রেখেছেন 'ভামিকা'।
11 জানুয়ারি সন্তানের জন্ম দিয়েছিলেন অনুষ্কা । সোশাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের এই খবর দিয়েছিলেন বিরাট নিজেই । যদিও সেই সময় মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি কেউই । এদিকে বিরুষ্কার সন্তানের ছবি দেখার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন অনুরাগীরা । এরপর গুগলে সার্চ করতে শুরু করেছিলেন তাঁরা । আর তখনই উঠে আসে সদ্যোজাতকে কোলে নিয়ে বসে থাকা এক মায়ের ছবি । সেই ছবিতে মায়ের মুখ স্পষ্ট না হলেও গায়ের রং ও মুখের গড়ন অনুষ্কার সঙ্গে অনেকটাই মিলে গিয়েছিল । তাই অনেকেই ভেবে নিয়েছিলেন যে এই ছবি আদতে অনুষ্কারই । যদিও মুম্বইয়ের একটি সংবাদসংস্থার মাধ্যমে জানা যায়, ওই ছবি আসলে ‘ভুয়ো’। সেটি অনুষ্কা ও তাঁর সন্তান নয় । বরং সেটি অন্য কারও ।