মুম্বই : মা হয়েছেন অনুষ্কা শর্মা । এখন মেয়ে ভামিকাকে কেন্দ্র করেই তাঁর জীবন । তাই মেয়ের লালাপোশটাই অনুষ্কার প্রিয় অ্যাক্সেসরি বা সাজের পোশাক হয়ে উঠেছে ।
ইনস্টাগ্রামে একটি মিরর সেলফি শেয়ার করেছেন অনুষ্কা । তাঁর ফিগার দেখে বোঝার উপায় নেই যে, কয়েকদিন আগে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী । হাতে মোবাইল নিয়ে পাউট করে ছবিটি তুলেছেন অনুষ্কা ।