পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ঝুলনের বায়োপিকে অনুষ্কা, ইডেনে এলেন শুটিংয়ে - ঝুলন গোস্বামীর চরিত্রে অনুষ্কা শর্মা

ঝুলন গোস্বামীর বায়োপিকে অনুষ্কা শর্মা । ইডেনে এলেন ছবির শুটিং করতে ।

Anushka Sharma as Jhulan Goswami
Anushka Sharma as Jhulan Goswami

By

Published : Jan 11, 2020, 2:11 PM IST

Updated : Jan 13, 2020, 7:26 AM IST

কলকাতা : অজয় দেবগন, আমির খানের পর এবার কলকাতায় শুটিংয়ে এলেন অনুষ্কা শর্মা । ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি । সিলভার স্ক্রিনে হলেও, শেষমেশ 22 ইয়ার্ডে পদার্পণ করলেন অভিনেত্রী ।

ঝুলনের চরিত্রে প্রথমেই অনুষ্কাকে সিলেক্ট করা হয়নি । বাণী কাপুর ছিলেন নির্মাতাদের প্রথম পছন্দ । এরপর এই ছবির অফার দেওয়া হয় প্রিয়াঙ্কা চোপড়াকে । 2017 সাল থেকে চলছে এই টানাপোড়েন । এর মাঝে একবার বন্ধও হয়ে যায় প্রোজেক্ট । ফের শুরু হয় নতুন প্রযোজকের হাত ধরে । নতুন সেই প্রযোজকের প্রথম পছন্দ ছিলেন অনুষ্কা শর্মা ।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

শোনা যাচ্ছে, সন্ধ্যে থেকে শুরু হবে শুটিং, চলবে মধ্য়রাত অবধি । শুটিং শেষে শহর ছাড়বেন অনুষ্কা ।

2018 সালে 'জ়িরো' ছবিতে দেখা গেছিল অনুষ্কাকে । তারপর তাঁকে সিলভার স্ক্রিনে দেখতে মুখিয়ে ছিল দর্শক । ইন্ডিয়ান ন্য়াশনাল উইমেন ক্রিকেট টিমের খেলোয়ার ঝুলনের চরিত্রে কেমন হতে চলেছে অনুষ্কার পারফর্মেন্স ? উত্তর দেবে সময় ।

Last Updated : Jan 13, 2020, 7:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details