পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অনুষ্কার বিরুদ্ধে অভিযোগ দায়ের BJP বিধায়কের - Anushka Sharma FIR

ফের একবার আইনি জটিলতার মধ্যে অনুষ্কা শর্মা । তাঁর প্রযোজিত প্রথম ওয়েব সিরিজ় 'পাতাল লোক'-এর বিরুদ্ধে অফিশিয়ালি অভিযোগ দায়ের করলেন BJP বিধায়ক নন্দীকিশোর গুরজার । তাঁর অনুমতি ছাড়াই সিরিজ়ে তাঁর ছবি ব্যবহার করা হয়েছে, গুরজারের অভিযোগ এমনই ।

Anushka Sharma latest news
Anushka Sharma latest news

By

Published : May 25, 2020, 10:35 PM IST

মুম্বই : একের পর এক হেডলাইন তৈরি করে চলেছে 'পাতাল লোক' । সম্প্রতি শোনা গেছিল যে ওয়েব সিরিজ়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে 'দ্য অল গোর্খা ইয়ুথ অ্যাসোসিয়েশন' । এবার BJP বিধায়ক নন্দীকিশোর গুরজার । কী অভিযোগ ?

ওয়েব সিরিজ়ে গুরজারের ছবি ব্যবহার করা হয়েছে তাঁর অনুমতি ছাড়াই । সেখানে সিরিজ়ের কাল্পনিক চরিত্রগুলোর মধ্যে জ্বলজ্বল করছে তাঁর মুখ, যেটা মোটেই কাল্পনিক নয় । আর তাই অফিশিয়ালি অভিযোগ দায়ের করেছেন বিধায়ক ।

কী ছিল সেই ছবিতে ? ছবিটিতে দেখা যাচ্ছে যে, সিরিজ়ের ভিলেন বাজপেয়ি একটি হাইওয়ের উদ্বোধন করছেন আর তাঁকে ঘিরে রয়েছেন অনেক লোকজন । সেই ভিড়ের মধ্যে একজন গুরজার । 2018 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসল ছবিটা টুইট করেছিলেন ।

আদিত্যনাথের টুইট..

গুরজার 'পাতাল লোক'কে অ্যান্টি ন্য়াশনাল সিরিজ়ের তকমাও দিয়েছেন । তিনি জাতীয় সুরক্ষা আইনের অধীনে কেস ফাইল করেছেন অনুষ্কার বিরুদ্ধে । সিরিজ়টির উপর স্থগিতাদেশের দাবিও জানিয়েছেন তিনি । যদিও অনুষ্কার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details