মুম্বই : আর মাত্র কটা মাসের অপেক্ষা । তারপরই বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পরিবারে আসবে নতুন সদস্য । এখন অবশ্য তার আসার দিন গুনছেন এই তারকা দম্পতি । আর তার মাঝেই সোশাল মিডিয়ায় পোস্ট করছেন বিভিন্ন মুহূর্তের ছবি । সম্প্রতি দক্ষিণ ভারতের খাবারের একটি ছবি পোস্ট করেন অনুষ্কা । আর তার সঙ্গে বিরাটের জুতো ধোয়ার ছবিও পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে ।
ইনস্টাগ্রাম স্টোরিতে দক্ষিণ ভারতের ট্র্যাডিশনাল খাবারের ছবি শেয়ার করেন অনুষ্কা । সেখানে কলাপাতার উপর সাজানো রয়েছে খাবার । আর কী নেই সেখান ! ডাল, ভাত থেকে শুরু করে রয়েছে বিভিন্ন ধরনের পদ । যা খেয়ে বেজায় খুশি হয়েছেন তিনি ।
এই খাবার খেয়েই আনন্দিত অনুষ্কা এর সঙ্গে আরও একটি ছবি পোস্ট করেন । সেখানে বেসিনের সামনে দাঁড়িয়ে মন দিয়ে জুতো পরিষ্কার করতে দেখা গিয়েছে বিরাটকে । তাও আবার দাঁত মাজার ব্রাশ দিয়ে । আসলে অস্ট্রেলিয়া টুরের আগে নিজের কাদামাখা জুতোটাকে একটু পরিষ্কার করছিলেন তিনি । আর সেই মুহূর্তই ক্যামেরাবন্দী করে রাখেন অনুষ্কা ।
জুতো পরিষ্কার করছেন বিরাট গতকালই শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। যদিও ফাইনালে বিরাটের দল রয়াল চ্যালেঞ্চার্স ব্যাঙ্গালোর (RCB) উঠতে না পারায় আগেই দেশে ফিরে আসেন তাঁরা । এই গোটা লিগে স্ত্রীকে কাছ ছাড়া করেননি বিরাট । প্রতিটা মুহূর্তেই অনুষ্কাকে নিজের পাশে রেখেছিলেন তিনি । এমনকী, গ্যালারিতে বসে খেলার সময় বিরাটকে প্রতিটা মুহূর্তে উৎসাহ দিয়ে গিয়েছেন ।
এদিকে জানুয়ারিতেই আসছে বিরুষ্কার প্রথম সন্তান । সেই সময়টা স্ত্রীর পাশে থাকতে চান বিরাট । তাই ওই সময় অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট ম্যাচের পর ভারতে ফেরার জন্য BCCI-এর কাছে আবেদন করেন ভারত অধিনায়ক ৷ তাঁর পিতৃত্বকালীন ছুটির আবেদন মঞ্জুর করেছেন জাতীয় নির্বাচকরা । জানিয়ে দেওয়া হয়েছে অ্যাডিলেড ওভালে দিন রাতের টেস্ট খেলেই দেশে ফিরবেন তিনি ৷