পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

চিকিৎসকদের হেনস্থার ঘটনায় বিরক্ত অনুষ্কা - anushka sharma condemns attacks

টুইট করে অনুষ্কা লেখেন, "স্বাস্থ্যকর্মী ও কয়েকজন কোরোনা আক্রান্ত রোগীর সঙ্গে যে ব্যবহার করা হয়েছে সেই খবর জানার পর খুবই বিরক্তবোধ করছি । এটা এমন একটা সময় যখন আমাদের সবাইকে সবার খেয়াল রাখতে হবে । কাউকে অসম্মান করা ঠিক হবে না । এটা এমন একটা সময় যখন সবাই একসঙ্গে ও একজোট হয়ে থাকতে হবে ।"

sd
sdf

By

Published : Apr 13, 2020, 3:27 PM IST

মুম্বই : বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসকদের হেনস্থার অভিযোগ সামনে আসছে । কোরোনা মোকাবিলায় যাঁরা নিজের জীবনের তোয়াক্কা না করে কাজ করে চলেছেন তাঁদের হেনস্থার খবর পেয়ে মর্মাহত অনুষ্কা শর্মা ।

টুইট করে তিনি লেখেন, "স্বাস্থ্যকর্মী ও কয়েকজন কোরোনা আক্রান্ত রোগীর সঙ্গে যে ব্যবহার করা হয়েছে সেই খবর জানার পর খুবই বিরক্তবোধ করছি । এটা এমন একটা সময় যখন আমাদের সবাইকে সবার খেয়াল রাখতে হবে । কাউকে অসম্মান করা ঠিক হবে না । এটা এমন একটা সময় যখন সবাই একসঙ্গে ও একজোট হয়ে থাকতে হবে ।"

এর আগে এই ঘটনায় বিরক্তি প্রকাশ করেছিলেন অজয় দেবগন । তিনি লিখেছেন, "বিরক্ত ও ক্ষুব্ধ । 'শিক্ষিত' মানুষরা প্রতিবেশী ডাক্তারদের উপর আক্রমণ করছেন কিছু ভিত্তিহীন অনুমাষকে ভর করে । এই রকম নির্দয় ও নির্বোধ মানুষরা সবথেকে জঘন্য অপরাধী ।"

দিল্লি, সুরাত সহ দেশের একাধিক জায়গায় ইতিমধ্যেই চিকিৎসকদের মারধর ও হেনস্থার অভিযোগ সামনে এসেছে । কোরোনা আক্রান্ত এক রোগীর চিকিৎসা করায় কয়েকদিন আগেই সুরাতে এক মহিলা চিকিৎককে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ । ইতিমধ্যেই সেই ঘটনার তদন্ত করতে গুজরাত পুলিশকে নির্দেশ দিয়েছে জাতীয় মহিলা কমিশন ।

এদিকে দিল্লির গৌতম নগর এলাকায় কয়েকদিন আগে সফদরজং হাসপাতালের দুই মহিলা চিকিৎসককে হেনস্থা করায় গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে । এছাড়াও আরও বেশ কিছু জায়গায় চিকিৎসকদের হেনস্থার অভিযোগ উঠেছে ।

ABOUT THE AUTHOR

...view details