মুম্বই : বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার জীবনে একটা স্বপ্নের মতো এসেছে ভামিকা । মেয়েকে কেন্দ্র করেই নতুন অধ্যায় শুরু করেছেন দম্পতি । তাই সেলিব্রেশনের কোনও সুযোগ ছাড়ছেন না তাঁরা ।
আজ দু'মাসে পা দিল ভামিকা । তার দু'মাস মানে তো বাবা-মা হিসেবে বিরাট-অনুষ্কারও দু'মাস । তাই ব্লু বেরি কেকে দিনটিকে উদযাপন করলেন তাঁরা । তাতে লাগানো দু'টো মোমবাতি ।