পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দুবাইয়ে কেক কেটে প্রেগনেন্সির খবর সেলিব্রেট করেন বিরাট-অনুষ্কা - বিরাট কোহলির খবর

দুবাইয়ে কেক কেটে প্রেগনেন্সির খবর সেলিব্রেট করেছিলেন অনুষ্কা শর্মা আর বিরাট কোহলি । সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো ।

Anushka and virat celebrates pregnancy in dubai
Anushka and virat celebrates pregnancy in dubai

By

Published : Aug 29, 2020, 3:12 PM IST

মুম্বই : এই সপ্তাহের শুরুতেই সুখবর দিয়েছেন বিরাট-অনুষ্কা । প্রেগনেন্ট অভিনেত্রী । 2021 সালের জানুয়ারি মাসেই তাঁদের পরিবারে আসতে চলেছে নবজাতক । খবরটি পাওয়ার পর কীভাবে সেলিব্রেট করেছিলেন দম্পতি ? সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো ।

বেঙ্গালুরুর রয়াল চ্যালেঞ্জার্স টিমের হয়ে IPL খেলেন বিরাট । কয়েকমাস আগে সেই টিম গেছিল দুবাই । সঙ্গে ছিলেন বিরাট-অনুষ্কাও । তখনই প্রেগনেন্সির খবরটা আসে । ব্যাস, সেলিব্রেট না করে কি তাঁদের ছাড়বে টিম ?

সমুদ্র সৈকতে বিশাল কেক কেটে মুহূর্তটা সেলিব্রেট করলেন বিরাট-অনুষ্কা । হাততালি দিলেন সমস্ত টিম মেম্বাররা । খুশি নাকি ভাগ করলে বেড়ে যায় । ঠিক সেটাই হল দম্পতির । একে অপরকে কেক খাইয়ে দিলেন বিরাট আর অনুষ্কা । চোখে মুখে তখন তাঁদের খুশির ছটা ।

দেখে নিন ভিডিয়ো..

ABOUT THE AUTHOR

...view details