মুম্বই : এমনিতে কারও সাতে পাঁচে থাকেন না অনিল কাপুর এবং অনুরাগ কাশ্যপ । তবে হঠাৎ করেই সোশাল মিডিয়া কাজিয়ায় জড়ালেন দু'জন । একে অপরকে লাগাতার আক্রমণ করে গেলেন অনিল আর অনুরাগ ।
'দিল্লি ক্রাইম' ওয়েব সিরিজ়টি এমি অ্যাওয়ার্ডস জেতার পর অনিল সেই সিরিজ়ের পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছিলেন । ব্যাস এটুকুই । কিন্তু, ব্যাপারটা সেখানে থেমে থাকল না ।
অনিলকে উদ্দেশ্য করে অনুরাগ লিখলেন, "কিছু যোগ্য মানুষ আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মান পেলে ভালো লাগে । তবে আপনার অস্কার কোথায় ? পাননি ? আচ্ছা...কোনও নমিনেশন পেয়েছিলেন ?"