পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বৈবাহিক জীবন নিয়ে ট্রোলড, জবাব অনুরাগের - Anurag Kashyap unsuccessful marriages

ব্যক্তিগত জীবন নিয়ে এবার ট্রোলড হলেন অনুরাগ কাশ্যপ । চুপ না থেকে ট্রোলিংয়ের জবাব দিতে দেখা গিয়েছে তাঁকে ।

োে্
ো্

By

Published : Jul 22, 2020, 10:59 AM IST

মুম্বই : এবার ব্যক্তিগত জীবন নিয়ে সোশাল মিডিয়ায় ট্রোলড হলেন পরিচালক অনুরাগ কাশ্যপ । যদিও সেই ট্রোলিংয়ের জবাবও দিতে দেখা গিয়েছে তাঁকে ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আরও জোরাল হয়ে ওঠে বলিউডের নেপোটিজ়ম বিতর্ক । যা নিয়ে সরব হন কঙ্গনা রানাওয়াত । এতদিন অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি অনুরাগকে । তবে সম্প্রতি টুইটারে এই নিয়ে মন্তব্য করেন তিনি । এমনকী, শুটিং ফ্লোরে তারকাদের স্বভাব নিয়েও সরব হতে দেখা যায় তাঁকে । এরপর একসময়ের 'প্রিয় বান্ধবী' কঙ্গনাকে নিয়েও টুইট করেন তিনি ।

তাঁর এই সব টুইট প্রকাশ্যে আসার পরই নেটিজ়েনদের কাছে ট্রোলড হন অনুরাগ । টুইটারে একজন লেখেন, "একটাও বউকে সামলাতে পারলেন না, আবার অন্যকে জ্ঞান দিচ্ছেন ।"

এর পালটা টুইটে অনুরাগ লেখেন, "মহিলাদের সামলানোর দরকার পড়ে না । তাঁরা নিজেরাই নিজেকে, তোমাকে ও তোমার সংসারকে সামলাতে পারে । যখন আর ভালো লাগেনি তখন চলে গিয়েছে । তাঁরা কারও দাস ছিলেন না, যে আমি তাঁদের বেঁধে রাখব । আর আপনার সবকিছু ঠিক তো ?"

ফিল্ম এডিটর আরতি বাজাজকে বিয়ে করেছিলেন অনুরাগ । তাঁদের একটি মেয়েও রয়েছে । তাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেত্রী কালকি কেঁকলাকে বিয়ে করেন তিনি । সেই সম্পর্কও খুব বেশিদিন টেকেনি । এখন আবার শুভ্রা শেট্টি নামে এক যুবতির সঙ্গে ডেট করছেন তিনি ।

'মণিকর্ণিকা' রিলিজ় করার পর কঙ্গনার একটি মন্তব্য শুনে বেশ ভয় পেয়েছিলেন অনুরাগ । তাঁর অহংকার, দম্ভকে মেনে নিতে পারেননি পরিচালক । সম্প্রতি টুইট করে অনুরাগ জানান, এই কঙ্গনাকে তিনি চেনেন না । আর তাই তাঁর "অত্যন্ত প্রিয়" অভিনেত্রীকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছেন ।

আরও পড়ুন : অনুরাগকে 'মিনি মহেশ ভাট' বলল টিম কঙ্গনা

এরপর কঙ্গনার টিমের তরফে অনুরাগের উদ্দেশে বলা হয়, "এই যে মিনি মহেশ ভাট, যিনি মনে করেন যে কঙ্গনা নাকি একা, তাঁকে নাকি সবাই ব্যবহার করছেন । ইনি অ্যান্টি ন্যাশনাল, শহুরে নকশাল, যিনি সন্ত্রাসবাদীদের রক্ষা করেন, ঠিক তেমন ভাবেই মুভি মাফিয়াদের রক্ষা করছেন ।"

ABOUT THE AUTHOR

...view details