মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর করণ জোহর বেশ চাপের মধ্যে রয়েছেন । তাঁর মতো 'মুভি মাফিয়া'-র জন্য সুশান্তের মতো আউটসাইডাররা জীবন শেষ করে দিতে বাধ্য হন, এমন অভিযোগ তুলেছেন অনেকেই । FIR-ও দায়ের হয়েছে করণের বিরুদ্ধে । কিন্তু, করণের পাশে দাঁড়ালেন বলিউডের প্রথম সারির পরিচালক অনুরাগ কাশ্যপ ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অনুরাগ বললেন, "করণ জোহর কাউকে নিজের ছবিতে সুযোগ দিয়ে তাঁর ক্যারিয়ার বানাতে পারেন । তবে উনি তো একজন ব্যবসায়ী, ফিল্মমেকার তো নন । তাই বলে করণ কাউকে ভাঙতে পারেন না ।"
অনুরাগ আরও বলেন, "যদি কেউ যশরাজ বা ধর্ম প্রোডাকশনের হাত ধরে ব্রেক পেতে চায়, তাহলে তো সময় লাগবেই । কারণ সেখানে লম্বা লাইন । তোমরা কেন হনসল মেহতা বা আমার অফিসের সামনে লাইন দিচ্ছ না ? আমরা তো নতুন প্রতিভাকে নিয়ে কাজ করি । তার মানে তোমরা শুরুতেই ভুল জায়গায় লাইন দিচ্ছ.."