মুম্বই : অনুরাগ কাশ্যপকে দেশের অন্য়তম সেরা পরিচালক বলা যেতে পারে । পরিচালনা আর অভিনয় দু'দিক থেকেই সমান পারদর্শী তিনি । তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছেন অনুরাগ । একটু একটু করে বদলাচ্ছে তাঁর ফিল্মমেকিংয়ের প্রক্রিয়াও । IANS-কে দেওয়া সাক্ষাৎকারে অনেক কথা বললেন পরিচালক ।
অনুরাগ বললেন, "আমার ফিল্মমেকিংয়ের প্রক্রিয়া বদলাচ্ছে । আমি শেষ যে তিনটি ছবি পরিচালনা করেছি, সেগুলোর আইডিয়া অন্য কারও । সেটা একটা খুব বড় সাহায্য পরিচালনার ক্ষেত্রে ।"
সামনেই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে অনুরাগ পরিচালিত 'চোকড : পয়সা বোলতা হ্য়ায়' । ছবিটিতে ডিমনিটাইজ়েশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । প্রায় পাঁচ বছর ধরে ছবিটির জন্য প্রস্তুতি নিচ্ছেন অনুরাগ ।