পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'নিন্দুক'দের কড়া বার্তা, স্বমহিমায় শুটিংয়ে ফিরলেন অনুরাগ - অনুরাগ কাশ্যপের খবর

আয়কর দফতর হানা দেওয়ার পর প্রকাশ্যে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ । কোনও স্বীকারোক্তি দিলেন না, বরং মজাই করলেন 'নিন্দুক'দের নিয়ে ।

Anurag Kashyap with taapsee pannu
Anurag Kashyap with taapsee pannu

By

Published : Mar 6, 2021, 5:51 PM IST

মুম্বই : বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে কোণঠাসা হয়েছেন অনুরাগ কাশ্যপ । তবে প্রতিবারই ফিরে এসেছেন তিনি নিজের ছন্দে, নিজের মহিমায় । দাপিয়ে কাজ শুরু করেছেন আবার । এবারও ব্যতিক্রম হল না ।

বাড়িতে ও অফিসে আয়কর দফতর হানা দেওয়ার পর সাময়িকভাবে নীরব ছিলেন অনুরাগ । বন্ধ ছিল শুটিংয়ের কাজও । তবে ফিরলেন তিনি, উইথ অ্যা ব্যাং ।

তাপসীর সঙ্গে 'দো বারা' ফিল্মের শুটিং শুরু করলেন অনুরাগ । স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাপসীর কোলে বসে ছবিও তুললেন পরিচালক । কোনও ক্লান্তি নেই, কোনও অবসাদ নেই...পরিচালক আর অভিনেত্রী দু'জনেই যেন ফুল মস্তিতে ।

ক্যাপশনে অনুরাগ লিখেছেন, 'এবং আমরা #দো বারা শুরু করলাম । নিন্দুকদের থেকে পাওয়া সমস্ত ভালোবাসাকে সঙ্গে নিয়ে আবার এগিয়ে যাব আমরা ।'

'নিন্দুক' বলতে অনুরাগ কাদের বুঝিয়েছেন সেটা বুঝতে কারও বাকি নেই...

ABOUT THE AUTHOR

...view details