মুম্বই : নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে বলিউডে MeToo মুভমেন্ট শুরু করেন তনুশ্রী দত্ত । এই মুভমেন্টের কারণে যেমন অনেক সত্যি সামনে এসেছে, তেমনই অনেকে এই মুভমেন্টের সুযোগ নিয়ে কাউকে অকারণে শায়েস্তা করেছেন । এমন এক গুরুত্বপূর্ণ মুভমেন্টের অপব্যবহার করা উচিত নয়, অফিশিয়াল স্টেটমেন্টে জানালেন অনুরাগের আইনজীবী প্রিয়াঙ্কা ।
MeToo মুভমেন্টে অনুরাগের নাম জড়ানোর পরেই আইনজীবীর দ্বারস্থ হন তিনি । তাঁর আইনজীবী প্রিয়াঙ্কা খিমানি জানিয়েছেন, "আমার মক্কেল অনুরাগ কাশ্যেপর উপর যৌন হেনস্থার যে মিথ্যে অভিযোগ আনা হয়েছে, তাতে তিনি গভীরভাবে আহত । এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বিষাক্ত ও অসৎ ।"