পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দিল্লির বর্তমান পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় সরব বলিউড

CAA বিরোধী ও সমর্থনকারীদের সংঘর্ষের জেরে উত্তপ্ত উত্তর-পূর্ব দিল্লি ও তার সংলগ্ন এলাকা । এই পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন বলিউডের একাধিক তারকা ।

By

Published : Feb 25, 2020, 6:43 PM IST

ি্ু
িু

দিল্লি : CAA বিরোধী ও সমর্থনকারীদের সংঘর্ষে গতকাল থেকে উত্তপ্ত উত্তর-পূর্ব দিল্লি । একে অপরের দিকে পাথর ছোড়া থেকে শুরু করে দোকান ও গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় তারা । এই ঘটনায় একজন পুলিশকর্মী-সহ নয়জনের মৃত্যু হয়েছে । জখম 100-র বেশি । জখম অবস্থায় প্রায় 48 জন পুলিশকর্মী ও তিনজন দমকলকর্মীকে হাসপাতালে ভরতি করা হয়েছে । এই পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন বি টাউনের একাধিক তারকা ।

অনুরাগ কাশ্যপ : এতদিনে এটা পরিষ্কার হয়ে গেল যে CAA সমর্থনকারীর মানেই হল মুসলিম বিরোধী । এছাড়া আর কিছুই নয় ।

জাভেদ আখতার : দিল্লিতে হিংসার পরিমাণ অনেক বেড়ে গেছে । এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে যার মাধ্যমে দিল্লির আম জনতাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে CAA বিরোধী আন্দোলনের জন্যই এসব হচ্ছে । কিছুদিনের মধ্যেই দিল্লি পুলিশ এর শেষ দেখে ছাড়বে ।

বিশাল দাদলানি : যাঁরা CAA সমর্থন করেন না তাঁরা প্রায় 2 মাস ধরে বিক্ষোভ করছেন । এতদিন কোনও হিংসার ঘটনা ঘটেনি সেখানে । কিন্তু, যখনই CAA সমর্থনকারীরা বিক্ষোভ দেখাতে শুরু করল তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল ।

গৌহর খান : এত ঘৃণা আসে কোথা থেকে ??? মাথায় ফেজ টুপি, লম্বা দাড়ি দেখেই সন্ত্রাসবাদী বলে চিহ্নিত হয়ে যাচ্ছেন ! আমার প্রশ্ন হল হাতে লাঠি নিয়ে যারা দাড়িয়ে রয়েছে তারা কারা ???? দাড়ি বা মাথায় টুপি কোনওটাই নেই । তাও তারা আক্রমণ করছে ।

স্বরা ভাস্কর : আম আদমি পার্টিকে বলছি টুইট না করে কিছু করুন!!!

রিচা চাড্ডা : সহানুভূতির পাশাপাশি ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে । বন্দুকের সামনে পড়েও পিছু হটেননি ওই সাহসি পুলিশকর্মী । তাঁকে স্যালুট জানাচ্ছি । লাল টি-শার্ট পরা ওই ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত ।

রবিনা ট্যান্ডন : ডিউটিরত অবস্থায় মৃত্যু হল । তাঁদের জীবন নিরাপদ নয় । আর কঠিন চাকরির মধ্যে আটকে পড়েছেন তাঁরা । মাথার উপর সব সময় চাপ রয়েছে । কিছু বাজে আপেল বাক্সে থাকা সব আপেলকেই খারাপ করে দিতে পারে ।

এশা গুপ্ত : সিরিয়া ? না দিল্লি ? কার পক্ষ নেবেন সেটা না জেনেই হিংসাত্মক মানুষরা হিংসা ছড়িয়ে যাচ্ছেন । আর আমার শহর ও ঘরকে অসুরক্ষিত করে তুলছে ।

ABOUT THE AUTHOR

...view details