দিল্লি : CAA বিরোধী ও সমর্থনকারীদের সংঘর্ষে গতকাল থেকে উত্তপ্ত উত্তর-পূর্ব দিল্লি । একে অপরের দিকে পাথর ছোড়া থেকে শুরু করে দোকান ও গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় তারা । এই ঘটনায় একজন পুলিশকর্মী-সহ নয়জনের মৃত্যু হয়েছে । জখম 100-র বেশি । জখম অবস্থায় প্রায় 48 জন পুলিশকর্মী ও তিনজন দমকলকর্মীকে হাসপাতালে ভরতি করা হয়েছে । এই পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন বি টাউনের একাধিক তারকা ।
অনুরাগ কাশ্যপ : এতদিনে এটা পরিষ্কার হয়ে গেল যে CAA সমর্থনকারীর মানেই হল মুসলিম বিরোধী । এছাড়া আর কিছুই নয় ।
জাভেদ আখতার : দিল্লিতে হিংসার পরিমাণ অনেক বেড়ে গেছে । এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে যার মাধ্যমে দিল্লির আম জনতাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে CAA বিরোধী আন্দোলনের জন্যই এসব হচ্ছে । কিছুদিনের মধ্যেই দিল্লি পুলিশ এর শেষ দেখে ছাড়বে ।
বিশাল দাদলানি : যাঁরা CAA সমর্থন করেন না তাঁরা প্রায় 2 মাস ধরে বিক্ষোভ করছেন । এতদিন কোনও হিংসার ঘটনা ঘটেনি সেখানে । কিন্তু, যখনই CAA সমর্থনকারীরা বিক্ষোভ দেখাতে শুরু করল তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল ।