পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রবি কিষণ নিয়মিত গাঁজা খেতেন, দাবি অনুরাগ কাশ্যপের - Ravi Kishan used to smoke weed

এবার মাদক প্রসঙ্গে রবি কিষণকে কটাক্ষ করলেন পরিচালক অনুরাগ কাশ্যপ । তিনি বলেন, একটা সময় রবি নিজেই নিয়মিত গাঁজা সেবন করতেন ।

asd
asd

By

Published : Sep 19, 2020, 9:06 PM IST

মুম্বই : বলিউডের মাদকযোগ নিয়ে কয়েকদিন আগে সংসদে মন্তব্য করেছিলেন অভিনেতা তথা BJP সাংসদ রবি কিষণ । যার কারণে অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের আক্রমণের মুখে পড়েন তিনি । আর এবার মাদক প্রসঙ্গে রবিকে কটাক্ষ করলেন পরিচালক অনুরাগ কাশ্যপ । তিনি বলেন, একটা সময় রবি নিজেই নিয়মিত গাঁজা খেতেন ।

বলিউডের মাদক যোগ নিয়ে সংসদে রবির মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনুরাগ বলেন, "আমার শেষ ছবি 'মুক্কাবাজ়'-এ অভিনয় করেছেন রবি কিষণ । জয় শিব শঙ্কর, জয় বাম ভোলে বলে দিন শুরু করতেন তিনি । আর সে সময়েই গাঁজা খেতেন । নিয়মিত খেতেন । সারা দুনিয়া তাঁর এই অভ্যাসের কথা জানেন । এমন একজনও ছিলেন না যিনি জানতেন না যে রবি গাঁজা খান । এখন হয়তো তিনি ছেড়ে দিয়েছেন । এখন উনি মন্ত্রী । এখন হয়তো নিজেকে শুদ্ধ করেছেন ।"

বলিউডের মাদক যোগ নিয়ে প্রথমদিন থেকেই সরগরম ছিল সংসদের বাদল অধিবেশন । অধিবেশনের প্রথমদিনে বলিউডের মাদক যোগ নিয়ে মন্তব্য করেছিলেন রবি কিষণ । বলেছিলেন, "বলিউডে মাদকের যথেচ্ছ ব্যবহার হয় । ভারতের যুবসমাজকে ধ্বংস করার জন্য চিন এবং পাকিস্তানই এই নেশা ছড়িয়ে দিচ্ছে তাঁদের মধ্যে ।" এরপর রবির মন্তব্যের প্রতিবাদ করেন জয়া বচ্চন । তিনি বলেন, "কোনও কোনও মানুষের স্বভাব, যে থালায় খায়, সেই থালাতেই ফুটো করে ।" এরপর নাম না করে রবিকে আক্রমণ করেন জয়া । বলেন, "সংসদে একজন বলিউডের বিপক্ষে কথা বলেছেন । তিনি নিজেও ওই জগতেরই মানুষ । এটা লজ্জার ঘটনা ।"

যদিও জয়া বচ্চনের ওই বক্তব্য মেনে নিতে পারেননি রবি কিষণ । তিনি বলেছিলেন, "আশা ছিল জয়াজি আমাকে সমর্থন করবেন । কারণ, মাদক যোগে যাঁরা জড়িত, তাঁদের জন্য গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির বদনাম হচ্ছে ।" এরপর জয়া বচ্চনকে আক্রমণ করেছিলেন কঙ্গনা রানাওয়াতও ।

রবি কিষণ সম্পর্কে অনুরাগ আরও বলেন, “আমি রবিকে বিচার করছি না । আমার ব্যক্তিগতভাবে গাঁজাকে মাদক বলে মনে হয় না । কিন্তু আমার বক্তব্য হল উনি তো নিজেও গাঁজা খেতেন । আর সেজন্য উনি কখনও কাজকেও অবহেলা করেননি । তাই হঠাৎ করেই বলিউড সম্পর্কে এ সব বলা উচিত না ।"

অনুরাগের এই বক্তব্যের প্রেক্ষিতে রবি বলেন, "অনুরাগ কাশ্যপের থেকে আমি এই ধরনের কথা আশা করিনি । আমি শিবের ভক্ত তাই তাঁর নাম উচ্চারণ করি, এটা অবশ্য সবাই জানেন । মাদক ইশুতে উনি আমাকে সমর্থন করেননি এটা জেনে খারাপ লাগল । ওঁর মতে, আমি গাঁজা খেতাম । আর এখন মন্ত্রী হওয়ার জন্য নিজেকে শুদ্ধ করছি । এটা একেবারেই ঠিক নয় ।"

ABOUT THE AUTHOR

...view details