পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা ভাইরাস থেকে বাঁচতে ভারতীয় ঐতিহ্যের দ্বারস্থ অনুপম

কোরোনা ভাইরাস থেকে বাঁচতে ভারতীয় ঐতিহ্যের দ্বারস্থ হলেন অনুপম খের । কীভাবে ?

Anupam Kher suggests to greet with namastey
Anupam Kher suggests to greet with namastey

By

Published : Mar 4, 2020, 10:31 AM IST

মুম্বই : সারা বিশ্ব জুড়ে এখন কোরোনা আতঙ্ক । ভারতের বেশ কয়েকটি শহরও কোরোনা আক্রান্ত । প্রমাণিত হয়েছে, হাত মেলালে সেখান থেকে ছড়াতে পারে এই জীবাণু । তাই হাত না মিলিয়ে ভারতীয় ঐতিহ্য মেনে নমস্কার করে একে অপরকে অভিবাদন জানানোর উপদেশ দিলেন অনুপম খের ।

টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অনুপম । সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, "বিশ্বজুড়ে কোরোনা আক্রান্ত এই পরিবেশে আমার মনে হয় , একে অপরকে অভিবাদন জানাতে হ্যান্ডশেক নয়, ভারতীয় ঐতিহ্য মতে নমস্কারের পন্থা অবলম্বন করা উচিত । তাহলে সংক্রামিত হওয়ার কোনও ভয় থাকবে না আপনার ।"

ভিডিয়োর ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "কোনও রকম জীবাণুর হাত থেকে বাঁচতে আমায় সবাই হাত ধুতে বলেন । আমি সেটা করি সবসময় । তবে এছাড়াও আমি সবাইকে 'নমস্তে'-র মাধ্যমে একে অপরকে গ্রিট করার উপদেশ দেব । এটা স্বাস্থ্যকর, ফ্রেন্ডলি ও আপনার ভিতরের শক্তিকে সঞ্চয় করে রাখতে সক্ষম । ট্রাই করে দেখুন ।"

যে কোনও রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ইশুতে সবসময়েই নিজের মত ও উপদেশ জানান অনুপম । এবারও তার ব্যতিক্রম হল না । তাঁর এই নির্মল উপদেশে প্রশংসা নেটিজেনদের ।

ABOUT THE AUTHOR

...view details