মুম্বই : সারা বিশ্ব জুড়ে এখন কোরোনা আতঙ্ক । ভারতের বেশ কয়েকটি শহরও কোরোনা আক্রান্ত । প্রমাণিত হয়েছে, হাত মেলালে সেখান থেকে ছড়াতে পারে এই জীবাণু । তাই হাত না মিলিয়ে ভারতীয় ঐতিহ্য মেনে নমস্কার করে একে অপরকে অভিবাদন জানানোর উপদেশ দিলেন অনুপম খের ।
টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অনুপম । সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, "বিশ্বজুড়ে কোরোনা আক্রান্ত এই পরিবেশে আমার মনে হয় , একে অপরকে অভিবাদন জানাতে হ্যান্ডশেক নয়, ভারতীয় ঐতিহ্য মতে নমস্কারের পন্থা অবলম্বন করা উচিত । তাহলে সংক্রামিত হওয়ার কোনও ভয় থাকবে না আপনার ।"