মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন । চলছে মন্তব্য পালটা মন্তব্যর পালা । আর এবার এই নিয়ে মন্তব্য করলেন অনুপম খের । সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেতা । সেখানে সবাইকে সুশান্তের পরিবারের পাশে দাঁড়ানোর আর্জি জানান তিনি ।
ভিডিয়োতে হিন্দিতে অনুপম বলেন, "সুশান্তের মৃত্যুর ঘটনা 14 জুন থেকে এখন যে জায়গায় এসে পৌঁছেছে তার অনেকগুলি দিক রয়েছে । এই ঘটনা সম্পর্কে কোনও মন্তব্য না করা চোখ বন্ধ করে রাখার সমান । এতদিন ধরে এই নিয়ে আমি কোনও মন্তব্য করিনি । অনেকেই মন্তব্য করছেন না কারণ, কী বলবেন সেটা তাঁরা বুঝতেই পারছেন না । কিন্তু, বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে এই তদন্তকে একটা সঠিক দিশায় পৌঁছানো আমাদের দায়িত্বর মধ্যে পড়ে । কারও সমালোচনা করার কোনও প্রয়োজন নেই । কিন্তু, এই পরিস্থিতিতে চুপ করে থাকারও কোনও মানে হয় না । কে দোষী, আর কে নয় সেটা পরে জানা যাবে । তাঁর আত্মীয়, ফ্যান ও শুভাকাঙ্খিরা যাঁরা তাঁর সুবিচারের জন্য লড়াই করছেন তাঁদের পাশে থাকা প্রয়োজন । তাঁরা যেন কখনও এই লড়াইয়ে নিজেদের একলা বলে মনে না করেন । চোখ বন্ধ করে থাকাটা ভীরুতার লক্ষণ ।"