পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিবাহবার্ষিকীতে "ডিয়ারেস্ট" কিরণকে কী বললেন অনুপম? - অনুপম খেরের খবর

বিয়ের পর কেটে গেছে 34 বছর। বিবাহবার্ষিকীতে স্ত্রী কিরণ খেরকে কী বললেন অনুপম খের?

কিরণ খের বিবাহবার্ষিকী

By

Published : Aug 26, 2019, 9:35 AM IST

মুম্বই : বলিউডের অন্যতম সুখী দম্পতি অনুপম আর কিরণ। 34 টা বছর একে অপরের সঙ্গে থাকা, স্বামী-স্ত্রী হিসেবে নিজেদের দায়িত্ব পালন করা খুব একটা সহজ কাজ নয়। তবে সেটা করতে পারলে বেশ একটা তৃপ্তি পাওয়া যায়। সেই তৃপ্তিরই স্বাদ নিচ্ছেন অনুপম খের।

নিজেদের বিয়ের একটি ছবি শেয়ার করে অনুপম লিখেছেন, "প্রিয় কিরণ!!! শুভ 34 তম বিবাহ বার্ষিকী!! অনেকটা সময় আমরা একসঙ্গে কাটালাম। 34 বছর কেটে গেল, তবে মনে হয় যেন কালকেরই কথা।"

ছবিতে দেখা যাচ্ছে অনুপম খেরের পরিবারকে। রয়েছেন অনুপম খেরের মা দুলারী ও ভাই রাজু খের।

দেখে নিন সেই পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details