ভোপাল : পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আপকামিং ছবির শুটিং করছেন অনুপম খের ও পল্লবী যোশী । সম্প্রতি শহরের একটি দোকানে শুটিং করতে দেখা যা তাঁদের । ছবির নাম 'দা লাস্ট শো'।
গত মাসেই ছবির কথা ঘোষণা করেছিলেন অনুপম । জানিয়েছিলেন, 'দা লাস্ট শো' ছবিটি তাঁর সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছেন সতীশ কৌশিক ও রুমি জাফর । ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে পল্লবী ও অনুপমকে ।
শুটিং চলাকালীন অনুপম ও পল্লবী লকডাউন শিথিল হওয়ার পর শুটিংয়ের জন্য ভোপালে পাড়ি দেয় 'দা লাস্ট শো' টিম । আপাতত সেখানেই শুটিং চলছে বলে জানা গিয়েছে ।
সম্প্রতি শহরের লাখেরাপুরা বাজার এলাকায় শুটিং করেন তাঁরা । একটি জুতোর দোকানে পল্লবী ও অনুপমকে দেখা গিয়েছে । এর মাধ্যমেই প্রকাশ্যে এসেছে তাঁদের লুক । ছবিতে বোরখা পরতে দেখা গিয়েছে পল্লবীকে ।
শুটিং চলাকালীন অনুপম ও পল্লবী লোকগীতি ও কাওয়ালিকে এই ছবিতে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে । এছাড়া ভোপালের একাধিক শিল্পী এই ছবিতে স্ক্রিন শেয়ার করবেন । একটি কাওয়ালি গানে স্থানীয় শিল্পীদের পারফর্ম করতে দেখা যাবে ।
ছবি প্রসঙ্গে বিবেক অগ্নিহোত্রী বলেন, "ভারতের হারিয়ে যাওয়া শিল্পগুলিকে তুলে ধরা হবে 'দা লাস্ট শো' ছবিতে । তার মধ্যে রয়েছে লোকগীতি ও কাওয়ালি । অনেক কষ্টে সেই সব শিল্পীদের খুঁজে বের করেছি । বন্ধুত্ব, ভালোবাসা ও হাসি-কান্নাকে কেন্দ্র করেই তৈরি করা হচ্ছে ছবিটি ।"