মুম্বই : ১৬-১৭ বছরের একটি মেয়ে, যাঁর সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে রয়েছে, হঠাৎ করে অভিনয় থেকে অবসর নিল। কেন এই সিদ্ধান্ত? প্রশ্ন তুলেছেন অনুপম খের।
জ়ায়রা নিজে থেকে এই সিদ্ধান্ত নেয়নি, নিতে বাধ্য হয়েছে : অনুপম - জ়ায়রা ওয়াসিম
জ়ায়রা ওয়াসিমের অভিনয় থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে এমনটাই বললেন অনুপম খের।
অনুপম খের
'ওয়ান ডে' ছবির প্রমোশনে এসে অভিনেতা বললেন, "আমার মনে হয়, এটা একটা ট্র্যাজেডি। একজন ১৬-১৭ বছরের মেয়েকে এরকম একটা সিদ্ধান্ত নিতে হল, এটা একটা ট্র্যাজেডি।"
শুনে নিন অনুপমের বক্তব্য...