মুম্বই : জম্মু-কাশ্মীর নিয়ে বাড়তে থাকা টেনশন এখন এই দেশের অন্যতম আলোচ্য বিষয়। বিশেষ করে জম্মু-কাশ্মীর সরকার যখন অমরনাথ তীর্থযাত্রী সহ পর্যটকদের ফিরিয়ে দিল সম্প্রতি, তারপর থেকেই সমস্যাটা আরও জটিল হয়ে উঠেছে। আর্টিকল ৩৭০-কে সরানোর কথা শোনা যাচ্ছে বিভিন্ন সরকারী মহলে। এই ধারাই জম্মু-কাশ্মীরকে 'স্পেশাল স্টেটাস'-এর তকমা দিয়ে রেখেছে।
এই পুরো বিষয়টি নিয়ে অনুপম নিজের টুইটার অ্যাকাউন্টে জানালেন, "কাশ্মীর সমাধান এবার শুরু হয়েছে"। এর আগে কোনও এক মাধ্যমে অভিনেতা বলেছিলেন যে, ৩৭০ ধারা সরিয়ে নিলেই কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব। ANI সূত্রে জানা যাচ্ছে এই খবর।