পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'কাশ্মীর সমাধান' এবার শুরু হয়েছে : অনুপম খের - অনুপম কাশ্মীর

অভিনয়ের পাশাপাশি অনুপম খের নিজের রাজনৈতিক চিন্তাভাবনা নিয়েও সরব থেকেছেন বরাবর। BJP ঘনিষ্ঠ বলেই পরিচিতি রয়েছে তাঁর। সাম্প্রতিক কাশ্মীর সমস্যা নিয়ে নিজের অভিমত প্রকাশ করলেন অভিনেতা।

অনুপম খের

By

Published : Aug 5, 2019, 10:36 AM IST

মুম্বই : জম্মু-কাশ্মীর নিয়ে বাড়তে থাকা টেনশন এখন এই দেশের অন্যতম আলোচ্য বিষয়। বিশেষ করে জম্মু-কাশ্মীর সরকার যখন অমরনাথ তীর্থযাত্রী সহ পর্যটকদের ফিরিয়ে দিল সম্প্রতি, তারপর থেকেই সমস্যাটা আরও জটিল হয়ে উঠেছে। আর্টিকল ৩৭০-কে সরানোর কথা শোনা যাচ্ছে বিভিন্ন সরকারী মহলে। এই ধারাই জম্মু-কাশ্মীরকে 'স্পেশাল স্টেটাস'-এর তকমা দিয়ে রেখেছে।

এই পুরো বিষয়টি নিয়ে অনুপম নিজের টুইটার অ্যাকাউন্টে জানালেন, "কাশ্মীর সমাধান এবার শুরু হয়েছে"। এর আগে কোনও এক মাধ্যমে অভিনেতা বলেছিলেন যে, ৩৭০ ধারা সরিয়ে নিলেই কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব। ANI সূত্রে জানা যাচ্ছে এই খবর।

অনুপমের পোস্ট...

অনুপম নিজে একজন কাশ্মীরি পণ্ডিত। বিভিন্ন সময় তাঁকে নরেন্দ্র মোদিকে সমর্থন করতে দেখা গেছে। কাশ্মীর ইশুতেও যে তিনি মোদির পাশে রয়েছেন সেটা তাঁর বক্তব্য থেকেই পরিষ্কার। অনুপমের স্ত্রী কিরণ খের একজন BJP সাংসদ।

সম্প্রতি মুক্তি পেয়েছে অনুপমের ওয়েব ফিল্ম 'ওয়ান ডে'।

ABOUT THE AUTHOR

...view details