পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এবার TikTok-এ অনুপম - টিকটকে অনুপম খের

এবার TikTok-এর প্ল্যাটফর্মে অনুপম খের । টুইটার, ইনস্টাগ্রামের পর এবার এই জনপ্রিয় মাধ্যমে মনোরঞ্জন করবেন তিনি দর্শকের ।

Anupam Kher Social Media
Anupam Kher Social Media

By

Published : Jan 4, 2020, 5:45 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ অনুপম খের । নিয়মিত টুইটার, ইনস্টাগ্রামে তিনি তাঁর অ্যাক্টিভিটি, ছবি, মতামত প্রকাশ করেন । এবার TikTok-এর প্ল্যাটফর্মে অনুপম ।

এই নতুন সিদ্ধান্তের কথা নিজেই তিনি জানালেন সোশাল মিডিয়ার মাধ্যমে । ম্যানহ্যাটনের সেন্ট্রাল পার্ক অঞ্চলে অনুপমকে গাইতে গাইতে বলতে শোনা গেল "ম্যায়নে মারি এন্ট্রি ঔর দিল মেঁ বাজি ঘণ্টি রে টিকটক টিকটক.." এভাবেই মজার ছলে অনুপম তাঁর TikTok-এ পদার্পণের ঘোষণা করলেন ।

ক্যাপশনে তিনি লিখেছেন, "নিজেকে নতুন নতুন করে আবিষ্কার করার স্পিরিটকে জাগিয়ে রাখতে আমি TikTok-এ আসার সিদ্ধান্ত নিলাম । এটাই আমার প্রথম ভিডিয়ো । যদিও আমি এখনও অবধি জানি না যে আমি কী পোস্ট করব, হয়তো আপনার উপদেশ কাজে লাগবে । জয় হো ।"

দেখে নিন অনুপমের পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details