পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

37 বছর পর দাড়ি রাখলেন অনুপম ! - অনুপম খের

37 বছর পর আবার দাড়ি রাখতে পারলেন অনুপম খের । সৌজন্যে লকডাউন ।

xc
xdf

By

Published : May 6, 2020, 9:24 AM IST

মুম্বই : 37 বছর ধরে দাড়ি রাখেননি অনুপম খের । তেমন প্রয়োজনও পড়েনি । তবে এবার বাধ্য হয়েই দাড়ি রাখতে হল তাঁকে । তবে সিনেমার কোনও চরিত্রের জন্য নয় । লকডাউনের জেরেই এবার দাড়ি রাখতে হল তাঁকে ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । আর এর জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ছাড়া বন্ধ প্রায় সব কিছুই । বন্ধ রয়েছে পার্লার । তাই ত্বকের পরিচর্যা আপাতত বাড়িতেই সারছেন তারকারা । কেউ কেউ চুলও কাটছেন বাড়িতেই । সেই ছবি আবার শেয়ার করছেন সোশাল মিডিয়ায় । রয়েছেন কিছু ব্যতিক্রমী তারকাও । ত্বকের পরিচর্যার জন্য কিছুই করছেন না তাঁরা । আর সোশাল মিডিয়ায় ধরা দিচ্ছেন নতুন লুকে । তার মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, করণ জোহর, আমির খানের মতো তারকারা । লকডাউনের মধ্যে মাথায় কালার করেননি এঁরা কেউই । তাই পাকা চুল নিয়েই ধরা দিয়েছেন সোশাল মিডিয়ায় । আর এবার এই তালিকায় যোগ দিলেন অনুপম খেরও ।

সম্প্রতি ইনস্টাগ্রামে দুটি ছবির একটি কোলাজ বানিয়ে শেয়ার করেন অনুপম । একটি ছবিতে তাঁকে ক্লিন শেভ অবস্থায় দেখা গিয়েছে । আর অন্যটিতে তাঁর মুখে রয়েছে কাঁচা-পাকা দাড়ি ।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, "লকডাউনকে ধন্যবাদ 37 বছর পরে আমি আবার দাড়ি রাখতে পারলাম"।

যদিও অনুপমের এই লুক পছন্দ হয়েছে একাধিক নেটিজ়েনের । ছবির কমেন্টে কেউ লেখেন, "স্যার আপনার নতুন লুক ভালো লাগছে ।" আবার কেউ লেখেন, "দাড়িতে আপনাকে বেশি মানায় ।"

কাজের দিক থেকে 'নিউ আমস্টারডাম' নামে একটি অ্যামেরিকান সিরিজ়ে দেখা গিয়েছিল অনুপম খেরকে ।

ABOUT THE AUTHOR

...view details