মুম্বই : লকডাউন আর কোরোনার প্রভাবে প্রিয়জনেদের থেকে দূরে থাকতে হচ্ছে অনেককেই । শুধু পরিবার বলে নয়, বন্ধুবান্ধব, সহকর্মী, এই সবার সঙ্গেই দেখা নেই অনেকদিন । নিজের অ্যাসিসটেন্টের সঙ্গে দেখা করতে না পেরে মন উচাটন হয়ে উঠেছিল অনুপমেরও । অবশেষে মোলাকাৎ হল দু'জনের ।
36 বছর ধরে অনুপমের সঙ্গে রয়েছেন 'দত্তু' । একটা অভ্যেস যেন । প্রতিদিন যে মানুষটার সঙ্গে ওঠাবসা, হাজার কথা, সেই মানুষের সঙ্গে এতদিন দেখা না হলে কি মন ভালো থাকে ? অবশেষে 6 মাস পর এল সেই শুভ মুহূর্ত । অনুপমের সঙ্গে দেখা হল তাঁর অ্যাসিসটেন্টের ।