মুম্বই : উত্তরপ্রদেশের মোরাদাবাদে চিকিৎসকদের উপর হামলার ঘটনার নিন্দা করলেন অনুপম খের । সম্প্রতি টুইট করে নিজের ক্ষোভ উগরে দেন তিনি ।
অনুপম খের টুইটে লেখেন, "কিছু মানুষকে চিকিৎসকদের উপর হামলা চালাতে দেখে আমার খুবই খারাপ লাগে আর রাগ হয় । কীভাবে আমরা সেই সব মানুষের জীবন সংকটের মধ্যে ফেলে দিতে পারি যাঁরা আমাদের জীবন রক্ষা করছেন ।"
এছাড়া এই ঘটনায় অনেককে চুপ করে থাকতে দেখে আরও খারাপ লাগছে বলে জানিয়েছেন তিনি । লেখেন, "মোরাদাবাদে চিকিৎসকদের মুখে রক্ত দেখে আমার খুব কষ্ট হয়েছে । এছাড়া এই ঘটনায় কিছু মানুষের চুপ করে থাকা আরও বেদনাদায়ক ।"
দিন কয়েক আগে মোরাদাবাদের নবাবপুরা এলাকায় কোরোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয় । তাঁর সংস্পর্শে এসেছিলেন অনেকেই । বুধবার তাঁদের চিহ্নিত করে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোর জন্য সেখানে যায় চিকিৎসকদের একটি দল । মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের অ্যাম্বুলেন্সে তোলার সময় চিকিৎসকদের উপর চড়াও হন একাধিক স্থানীয় বাসিন্দা । অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে ইট পাথর ছুড়তে থাকে তারা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পুলিশের উপরও হামলা চালায় উত্তেজিত জনতা । ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে । ঘটনায় একজন চিকিৎসক সহ বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন ।
তবে শুধু অনুপমই নন । এই ঘটনার নিন্দা করে টুইট করেছিলেন রঙ্গোলি চান্দেল । টুইটে হামলাকারীদের 'নাৎজ়ি' বলে উল্লেখ করেন তিনি । কিন্তু, তারপরই ব্লক করে দেওয়া হয় তাঁর টুইটার অ্যাকাউন্ট ।