পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মাইকেলের সঙ্গে দেখা করতে গিয়ে কী করলেন অনুপম ? - অনুপম খেরের খবর

তারকার চোখে তারকা...অনুপম খেরের চোখে মাইকেল জ্যাকসন একজন ম্যাজিশিয়ান । আর মাইকেলের চোখে ধরা পড়তে ব্যারিকেড ভেঙেছিলেন অনুপম । হ্যাঁ, এমন গল্পই শোনালেন বর্ষীয়ান এই অভিনেতা ।

Anupam Kher broke the barricade to meet michael jackson
Anupam Kher broke the barricade to meet michael jackson

By

Published : Jun 30, 2020, 10:26 AM IST

মুম্বই : প্রিয় তারকার সঙ্গে দেখা করতে অনেকে অনেক কিছুই করেন । শুধু সাধারণ মানুষ নন, তাবড় তাবড়া সেলেব্রিটিরাও অনেক বাধা অতিক্রম করেন তাঁর পছন্দের সেলেবকে দেখার জন্য, একটু ছোঁয়ার জন্য । তার প্রকৃষ্ট উদাহরণ হলেন অনুপম খের ।

মাইকেল জ্যাকসনের সঙ্গে দেখা করার জন্য ব্যারিকেড ভেঙে স্টেজে উঠে পড়েছিলেন অনুপম । প্রায় জড়িয়ে ধরেছিলেন সেই বিখ্যাত পপ আইকনকে । সেই মুহূর্তটি ক্যামেরাবন্দী করে রাখা ছিল অনুপমের কাছে । শেয়ার করলেন সোশাল মিডিয়ায় ।

মাইকেলের সঙ্গে হাত মিলিয়ে একেবারে আপ্লুত অনুপম । হাসি যেন তাঁর ধরে না । অন্যদিকে মাইকেলও হাসছেন মৃদু । ওত বড় তারকা হয়েও যেন অহংকারের লেশমাত্র নেই 'মুনওয়াকার' জ্যাকসনের ।

সালটা 1996 । ভারতে এসেছিলেন মাইকেল জ্যাকসন । আর তাঁর সঙ্গে দেখা করার জন্য আমন্ত্রণ করা হয়েছিল হাতেগোনা কয়েকজন সেলেব্রিটিকে । তার মধ্যে ছিলেন অনুপমও । নিজেকে তাই "লাকি" মনে করেন অভিনেতা ।

দেখে নিন অনুপমের আবেগপ্রবণ পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details