মুম্বই : নতুন বই লিখছেন অনুপম খের । কোরোনা পরিস্থিতির মধ্যে তাঁর যে অভিজ্ঞতা হয়েছে, তা ওই বইতে তুলে ধরছেন তিনি । শীঘ্রই বইটি মুক্তি পাবে বলে জানিয়েছেন অভিনেতা ।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন অনুপম । সেখানে নিজের নতুন বই প্রসঙ্গে তিনি বলেন, "2020 সালের 20 মার্চ আমি নিউ ইয়র্ক থেকে মুম্বই যাই । সেই সময় ভারতে কোরোনা পরিস্থিতি শুরু হয়ে গিয়েছিল । লকডাউন চলছিল । আট মাস আমি ভারতে ছিলাম । সেই সময় জীবনে অনেক খারাপ পরিস্থিতি দেখেছিলাম । একাধিক মানুষের সমস্যা, আমার পরিবারের সদস্যদের কোরোনায় আক্রান্ত হওয়া । আমরা সবাই বিভিন্ন সমস্যা দেখেছি । যা আমরা কখনও ভাবতেও পারিনি । প্রথমে এই বিষয়গুলো নিয়ে খুব চিন্তা হত । তারপর ভাবলাম কোরোনা পরিস্থিতিতে অনেক ভালো কিছুও হয়েছে । মানুষ অনেক কিছু শিখেছে । পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরেছে । অনেক ইতিবাচক বিষয়ও হয়েছে । এই ভাবনাকে আমি বইতে তুলে ধরেছি ।" এভাবেই বই নিয়ে অনুরাগীদের বার্তা দিয়েছেন তিনি ।