মুম্বই : সম্প্রতি 'ওয়ান ডে' ছবির ট্রেলার লঞ্চে এসেছিলেন অনুপম খের আর এষা গুপ্তা। সেখানে রিপোর্টাররা তাঁদের কাছে বিবেকের এই কাজের প্রতিক্রিয়া জানতে চান।
বিবেকের মিমকে "লজ্জাজনক" বললেন অনুপম, সমালোচনা এষারও - Vivek Oberoi
বিবেকের মিম তোলপাড় ফেলে দিয়েছে বলিউডে। সাধারণ মানুষ থেকে তারকা- প্রত্যেকেই মুখ খুলেছেন বিবেকের বিরুদ্ধে। এবার অনুপম খের আর এষা গুপ্তও তীব্র সমালোচনা করলেন বিবেকের এই কাজের।
অনুপম খের
অনুপম খের এককথায় এই কাজকে "লজ্জাজনক" বলেন। তিনি বলেন, "ওঁর এটা করা উচিত হয়নি।"
অন্যদিকে এষা আরও রুক্ষভাবে বললেন, "এইসব কাজ দেখে একজন মানুষের মানসিকতা বোঝা যায়। বিশেষ করে তুমি যখন কোনও বাচ্চাকে এর মধ্যে জড়াচ্ছ।"
Last Updated : May 21, 2019, 7:01 PM IST