পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আমরা দেশে ছবিটি মুক্তি পেতে দেব না", 'আর্টিকল ১৫' প্রসঙ্গে ব্রাহ্মণ সমাজ

২০১৪ সালে উত্তরপ্রদেশের বদায়ুনে দুই কিশোরীকে ধর্ষণ করে খুনের ভয়াবহ ঘটনা এখনও মানুষের মনে রয়ে গেছে। সেই ঘটনাই ছবিতে ফুটিয়ে তুলেছেন অনুভব সিনহা। আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবির নাম 'আর্টিকল ১৫'।

আর্টিকল ১৫

By

Published : Jun 5, 2019, 4:11 PM IST

মুম্বই: প্রত্যেক ছবির শুরুতেই বিধিবদ্ধ সতর্কীকরণ দেওয়া থাকে। তা সত্ত্বেও অনেক ছবিকেই বাস্তব জীবনের সঙ্গে তুলনা করে নিজেদের ব্যক্তিগত মতামত দিতে ব্যস্ত হয়ে পড়েন কিছু মানুষ। সেটা 'পদ্মবত' হোক বা 'মণিকর্ণিকা'। সম্প্রতি এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হল 'আর্টিকল ১৫'-কে। উত্তরপ্রদেশের ব্রাহ্মণ সমাজ বিরোধীতা শুরু করল ছবিটির মুক্তি নিয়।

IANS সূত্রে জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের ব্রাহ্মণ সমাজ এই ছবিটি নিয়ে আপত্তি তুলেছেন। তাঁদের মতে বাস্তব ঘটনার বিকৃত রূপ ফুটিয়ে তোলা হচ্ছে 'আর্টিকল ১৫'-তে। অভিযুক্ত একজন ব্রাহ্মণ, এটা জোর করে প্রতিষ্ঠা করা হচ্ছে ছবিতে, অভিযোগ তাঁদের। সমগ্র ব্রাহ্মণ জাতিটার বদনাম করবে এই ছবি, মনে করছেন অভিযোগকারীরা।

উত্তরপ্রদেশের পরশুরাম সেনার ছাত্রনেতা কুশল তিওয়ারি IANS-কে বলেন, "ঠাকুররা নিজেদের সম্মান আর ঐতিহ্য বাঁচাতে যদি 'পদ্মাবত'-এর মুক্তি আটকে দিতে পারে, তাহলে আমরা ব্রাহ্মণরা আমাদের সম্মানের জন্য লড়ব না কেন? আমরা সোশাল মিডিয়ায় একটা ক্যাম্পেন শুরু করব। আমরা এই দেশে ছবিটি মুক্তি পেতে দেব না।"

'পদ্মাবত'-এর জন্য সঞ্জয়লীলা বনশালীকে খুনের হুমকি পেতে হয়েছিল। দীপিকা পাড়ুকোনের মাথার দাম ধার্য করা হয়েছিল। 'আর্টিকল ১৫' কি সেই পথেই এগোচ্ছে? সবকিছু ঠিক থাকলে ছবিটি ২৮ জুন মুক্তি পাওয়ার কথা।

ABOUT THE AUTHOR

...view details