মুম্বই: প্রত্যেক ছবির শুরুতেই বিধিবদ্ধ সতর্কীকরণ দেওয়া থাকে। তা সত্ত্বেও অনেক ছবিকেই বাস্তব জীবনের সঙ্গে তুলনা করে নিজেদের ব্যক্তিগত মতামত দিতে ব্যস্ত হয়ে পড়েন কিছু মানুষ। সেটা 'পদ্মবত' হোক বা 'মণিকর্ণিকা'। সম্প্রতি এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হল 'আর্টিকল ১৫'-কে। উত্তরপ্রদেশের ব্রাহ্মণ সমাজ বিরোধীতা শুরু করল ছবিটির মুক্তি নিয়।
IANS সূত্রে জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের ব্রাহ্মণ সমাজ এই ছবিটি নিয়ে আপত্তি তুলেছেন। তাঁদের মতে বাস্তব ঘটনার বিকৃত রূপ ফুটিয়ে তোলা হচ্ছে 'আর্টিকল ১৫'-তে। অভিযুক্ত একজন ব্রাহ্মণ, এটা জোর করে প্রতিষ্ঠা করা হচ্ছে ছবিতে, অভিযোগ তাঁদের। সমগ্র ব্রাহ্মণ জাতিটার বদনাম করবে এই ছবি, মনে করছেন অভিযোগকারীরা।