মুম্বই : বলিউড ছাড়ছেন পরিচালক অনুভব সিনহা । সম্প্রতি টুইট করে এই ঘোষণা করেন তিনি নিজেই । তাঁর এই টুইট প্রকাশ্যের আসার পরই জল্পনা শুরু হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে । কিন্তু, হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি ? তা অবশ্য টুইটে খোলসা করেননি পরিচালক । তবে তিনি যে খুবই বিরক্ত সেটা অবশ্য টুইট থেকেই স্পষ্ট ।
টুইটারে তিনি লেখেন, "যথেষ্ট হয়েছে !!! বলিউড ছেড়ে দিচ্ছি ।" এই টুইট করার সঙ্গে সঙ্গে নিজের অ্যাকাউন্টও বদলে ফেলেছেন তিনি । সেখানে তাঁর নামের পাশে লেখা 'নট বলিউড'।
ক্যারিয়ারে একাধিক ভিন্ন স্বাদের ছবি উপহার দিয়েছেন অনুভব । তার মধ্যে 'মুল্ক', 'থাপ্পড়' ও 'আর্টিকল 15' অন্যতম । এমনকী, সমালোচকদের পছন্দের তালিকাতেও রয়েছে ছবিগুলি । যদিও অনুভবের বলিউড ছাড়ার সিদ্ধান্তে অবাক হয়ে যান একাধিক তারকা ও সিনেপ্রেমীরা ।