পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

MeToo অভিযোগের পরও ফের টেলিভিশনে অনু - অভিযুক্ত অনু

২০১৮ সালের কথা। MeToo মুভমেন্টে নাম জড়িয়েছিল অনু মালিকের। সেই সময়ে তাঁকে 'ইন্ডিয়ান আইডল'-এর বিচারক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে আবার অনু ফিরছেন টেলিভিশনে। তবে বিচারক হিসেবে নয়।

অনু মালিক

By

Published : Jul 23, 2019, 7:50 PM IST

মুম্বই : মিউজ়িক রিয়েলিটি শো 'সুপারস্টার সিঙ্গার'-এ অনু মালিককে দেখা যাবে বিশেষ অতিথি রূপে। এক সর্বভারতীয় সংবাদমাধ্য়ম থেকে জানা যাচ্ছে এই খবর।

রিয়েলিটি শো ঘনিষ্ঠ এক ব্যক্তির কথা অনুসারে, "গীতিকার সমীরের সঙ্গে আসবেন অনু মালিক। এই বিশেষ এপিসোডটি সমীর আর অনুর তৈরি গানকেই ডেডিকেট করা হয়েছে। তাই জন্য ওঁরা বিশেষ অতিথি হিসেবে আসছেন শোয়ে।"

আরও পড়ুন : প্রসেনজিৎ-চিরঞ্জিত না হয়েও একজন অভিনেতা সুখী হতে পারে : রজতাভ

'ইন্ডিয়ান আইডল'-এর একেবারে জন্মলগ্ন থেকে রয়েছেন অনু মালিক। তবে MeToo- অভিযোগ বদলে দেয় সবকিছু। ইন্ডিয়ান আইডল ১০-এর বিচারক পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। যদিও সেই সময় অনু নিজেও স্টেটমেন্ট দেন যে, কাজে মনঃসংযোগ করতে না পারায় তিনি এই শো (ইন্ডিয়ান আইডল) থেকে ছুটি নিচ্ছেন।

কাজের ক্ষেত্রেও অনু মালিকের পরবর্তী প্রোজেক্ট সম্পর্কে কোনও খবর পাওয়া যায়নি।

ABOUT THE AUTHOR

...view details