পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বয়ফ্রেন্ডকে সরি বললেন অঙ্কিতা, কারণ কি সুশান্ত ?

বয়ফ্রেন্ড ভিকি জৈনকে সরি বললেন অঙ্কিতা লোখান্ডে । তবে কী কারণে বলেছেন সেটা পরিষ্কার নয় । অনেকের ধারণা ভিকির সঙ্গে সম্পর্কে থাকাকালীন প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে অঙ্কিতার এত দুশ্চিন্তা-কষ্ট দেখে অনেকেই ট্রোল করেছে ভিকিকে । সেই কারণেই অভিনেত্রীর এই স্বীকারোক্তি ।

ankita lokhande says sorry to boyfriend
ankita lokhande says sorry to boyfriend

By

Published : Nov 3, 2020, 10:19 AM IST

Updated : Nov 3, 2020, 1:40 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অঙ্কিতা লোখান্ডে সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে অনেক কথা বলেছেন । সুশান্তের বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছেন । আঙুল তুলেছেন সুশান্তের পরবর্তী গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর দিকেও । সুশান্ত ছিলেন অঙ্কিতার প্রাক্তন প্রেমিক । আর ভিকি জৈন তাঁর বর্তমান প্রেমিক । এবার সুশান্তকে নিয়ে নয়, ভিকিকে নিয়ে একটি পোস্ট করলেন অভিনেত্রী ।

ভিকির গুণগুলোকে তুলে ধরে তাঁর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন অঙ্কিতা । তার কারণ কি সুশান্ত ? তাঁর সঙ্গে সম্পর্কে থাকাকালীন প্রাক্তন প্রেমিকের মৃত্যু নিয়ে অঙ্কিতার এত দুশ্চিন্তা-কষ্ট কি মেনে নিতে পারেননি ভিকি ?

অঙ্কিতা লিখেছেন, "তোমার প্রতি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না । তোমায় আমার বন্ধু, পার্টনার এবং সোল মেট হিসেবে পেয়ে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ । সবসময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ ।"

এরপর ক্ষমা চেয়ে অঙ্কিতা লিখেছেন, "তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি । আমার জন্য তোমায় অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, যেটা তোমার প্রাপ্য নয় । আমার পরিস্থিতিকে বোঝার জন্য তোমায় ধন্যবাদ । আই লাভ ইউ ।"

দেখে নিন অঙ্কিতার পোস্ট...

Last Updated : Nov 3, 2020, 1:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details