মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অঙ্কিতা লোখান্ডে সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে অনেক কথা বলেছেন । সুশান্তের বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছেন । আঙুল তুলেছেন সুশান্তের পরবর্তী গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর দিকেও । সুশান্ত ছিলেন অঙ্কিতার প্রাক্তন প্রেমিক । আর ভিকি জৈন তাঁর বর্তমান প্রেমিক । এবার সুশান্তকে নিয়ে নয়, ভিকিকে নিয়ে একটি পোস্ট করলেন অভিনেত্রী ।
ভিকির গুণগুলোকে তুলে ধরে তাঁর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন অঙ্কিতা । তার কারণ কি সুশান্ত ? তাঁর সঙ্গে সম্পর্কে থাকাকালীন প্রাক্তন প্রেমিকের মৃত্যু নিয়ে অঙ্কিতার এত দুশ্চিন্তা-কষ্ট কি মেনে নিতে পারেননি ভিকি ?