মুম্বই : সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দীর্ঘ সাত বছরের সম্পর্ক ছিল অঙ্কিতা লোখান্ডের । শুধু অভিনেতার সঙ্গে নয়, তাঁর পরিবারের সঙ্গেও দারুণ সম্পর্ক ছিল অঙ্কিতার । সুশান্তের মায়ের সঙ্গে ছবি শেয়ার করলেন অভিনেত্রী । দিলেন আবেগপ্রবণ বার্তা ।
অঙ্কিতা লিখেছেন, "আশা করি তোমরা একসঙ্গেই আছ । #warriors4ssr" ঊষা সিং, সুশান্তের মা, মারা যান 2002 সালে । তখন সুশান্ত সবেমাত্র 16 বছরে পা দিয়েছেন ।