মুম্বই , 14 জুন : সুশান্তকে নিয়ে ফের আবেগঘন পোস্ট অঙ্কিতার ৷ নিজের ইনস্টাগ্রামে সুশান্তের সঙ্গে কাটানো কিছু আনন্দের মুহূর্ত শেয়ার করলেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ৷
একটি ভিডিয়োতে তিনি লেখেন, "এইরকমই ছিল আমাদের যাত্রা !!! আবার দেখা হবে চলার পথে ।"
একইসঙ্গে সুশান্ত ও তাঁর আর একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী ৷ সেই ভিডিয়োতে দু'জনকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে ৷ 2011 সালের দীপাবলীর ভিডিয়ো ছিল সেটি ৷ যা সযত্নে এখনও রেখে দিয়েছেন অঙ্কিতা ৷