পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্তের সঙ্গে কাটানো আনন্দের মুহূর্তগুলি শেয়ার করলেন অঙ্কিতা - অঙ্কিতা লোখান্ডে

সুশান্তকে নিয়ে ফের ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট অঙ্কিতার ৷

latest news of Ankita Lokhande
latest news of Ankita Lokhande

By

Published : Jun 14, 2021, 8:57 PM IST

Updated : Jun 14, 2021, 9:07 PM IST

মুম্বই , 14 জুন : সুশান্তকে নিয়ে ফের আবেগঘন পোস্ট অঙ্কিতার ৷ নিজের ইনস্টাগ্রামে সুশান্তের সঙ্গে কাটানো কিছু আনন্দের মুহূর্ত শেয়ার করলেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ৷

একটি ভিডিয়োতে তিনি লেখেন, "এইরকমই ছিল আমাদের যাত্রা !!! আবার দেখা হবে চলার পথে ।"

একইসঙ্গে সুশান্ত ও তাঁর আর একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী ৷ সেই ভিডিয়োতে দু'জনকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে ৷ 2011 সালের দীপাবলীর ভিডিয়ো ছিল সেটি ৷ যা সযত্নে এখনও রেখে দিয়েছেন অঙ্কিতা ৷

আরও পড়ুন :স্ত্রী কিরণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট অনুমপের

আজ এক বছর হল সুশান্ত মারা গিয়েছেন ৷ তবুও সামনে এল না মৃত্যু রহস্য ৷ সুশান্তের প্রিয়জন থেকে শুরু করে অনুরাগীদের একটিই দাবি ৷ তাঁরা ন্যায় চান ৷

কি হয়েছিল সুশান্তের সঙ্গে, কেন অকালে চলে যেত হল তাঁকে... সব প্রশ্নের উত্তরের আশায় সুশান্তের শুভাকাঙ্খীর দল ৷

Last Updated : Jun 14, 2021, 9:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details