পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্তের স্মৃতিতে পোস্ট অঙ্কিতার - Time flies fast

টুইটারে অঙ্কিতা লেখেন, "দ্রুত সময় কেটে যাচ্ছে । জীবন তার নিজের গতিতে চলছে...তবে প্রিয়জনদের কিছু স্মৃতি কখনও ভোলা সম্ভব হয় না । সুশান্ত তুমি সব সময় আমার চিন্তায় থাকবে ।"

fd
sdf

By

Published : Sep 14, 2020, 7:13 PM IST

মুম্বই : দেখতে দেখতে কেটে গিয়েছে তিনটি মাস । তিন মাস আগে আজকের দিনেই প্রিয়জনদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত । সেই স্মৃতি আজও ভুলতে পারেননি অভিনেতার প্রিয়জনরা । ওই দিনের কথা মনে পড়লে আজও ভারাক্রান্ত হয়ে যায় তাঁদের মন । প্রিয়জনদের পাশাপাশি সেই তালিকায় রয়েছেন সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডেও ।

ব্রেকআপ হয়েছিল অনেকদিন আগেই । এরপর অবশ্য সুশান্তের সঙ্গে আর কোনও যোগাযোগ ছিল না অঙ্কিতার । যে যার জীবনে ব্যস্ত হয়ে পড়েছিলেন । কিন্তু, 14 জুন সুশান্তের আত্মহত্যার খবর নাড়িয়ে দিয়েছিল অঙ্কিতাকে । হঠাৎ যেন মাথায় ভিড় করতে শুরু করেছিল পুরোনো দিনগুলির স্মৃতি । ভেঙে পড়েছিলেন তিনি ।

দেখতে দেখতে কেটে গিয়েছে তিনটি মাস । তবু আজও সুশান্তের কথা মনে পড়লেই অঙ্কিতার মনটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে যায় । আর নিজের মনের সেই কথাই আজ ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি ।

টুইটারে অঙ্কিতা লেখেন, "দ্রুত সময় কেটে যাচ্ছে । জীবন তার নিজের গতিতে চলছে...তবে প্রিয়জনদের কিছু স্মৃতি কখনও ভোলা সম্ভব হয় না । সুশান্ত তুমি সব সময় আমার চিন্তায় থাকবে ।"

দেখুন সেই পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details