মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বেশ অনেকদিন সেই শক কাটিয়ে উঠতে পারেননি অঙ্কিতা লোখান্ডে । পুরো একমাস তিনি একেবারে নীরব ছিলেন সোশাল মিডিয়ায় । প্রাক্তন প্রেমিকের মৃত্যুটা মেনে নিতে সময় লেগেছিল তাঁর । এখন অঙ্কিতার সোশাল মিডিয়ায় শুধুমাত্র সুশান্তের জন্য প্রার্থনা ।
14 জুলাই অর্থাৎ সুশান্তের মৃত্যুর ঠিক একমাস পরে ইনস্টাতে প্রথম পোস্ট করেছিলেন অঙ্কিতা । আর এবার এল তাঁর দ্বিতীয় পোস্ট ।
এবারও সুশান্তের জন্য ভগবানের কাছে প্রার্থনা করলেন অঙ্কিতা, জিশুর মূর্তির সামনে একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে ।