পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"ন্যায়ের পথে প্রথম পদক্ষেপ", সুশান্ত মামলায় CBI তদন্ত নিয়ে খুশি অঙ্কিতা - CBI-কে নিয়ে অঙ্কিতা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতদন্ত করবে CBI । সুপ্রিম কোর্টের এই রায়ে উচ্ছ্বসিত সোশাল মিডিয়া । ব্যতিক্রম নন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডেও । সোশাল মিডিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করলেন অভিনেত্রী, স্বস্তির নিশ্বাস তাঁর পোস্টে ।

Ankita lokhande happy with CBI
Ankita lokhande happy with CBI

By

Published : Aug 19, 2020, 12:18 PM IST

মুম্বই : সুশান্ত মামলার তদন্তভার CBI-কে দেওয়ার দাবিতে উত্তাল হয়েছিল দেশ । সোশাল মিডিয়ার পাতা ভরে গেছিল #Justice4SSR-এর অবেদনে । সেই আশা পূরণ হল আজ । সুপ্রিম কোর্ট ইতিবাচক রায় দিল । এখন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতদন্ত করবে CBI । এই সিদ্ধান্তে খুশি অঙ্কিতা লোখান্ডে ।

সোশাল মিডিয়ায় অন্ধ আইন রূপী নারী মূর্তির একটি ছবি শেয়ার করেছেন অঙ্কিতা । লিখেছেন, "কোনও কাজে ন্যায়ই সবচেয়ে বড় সত্যি । সত্যির জয় হল । ন্যায়ের পথে প্রথম পদক্ষেপ..#1ststeptossrjustice"

কিছু সময়ের মধ্যেই অঙ্কিতার এই পোস্ট ভাইরাল সোশাল মিডিয়ায় । দেখে নিন...

ABOUT THE AUTHOR

...view details