পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্তের মৃত্যুর পর থেকে ফাঁকা প্রিয় মানুষদের সোশাল মিডিয়া - অঙ্কিতা লোখান্ডের খবর

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে দু'জন মানুষকে নিয়ে চর্চার অন্ত নেই । তবে তাঁরা মুখ লুকিয়েছেন অন্তরালে । তাঁদের সোশাল মিডিয়াও ফাঁকা সেই 14 জুনের পর থেকে । কথা হচ্ছে অঙ্কিতা লোখান্ডে ও রিয়া চক্রবর্তীকে নিয়ে ।

Ankita lokhande after sushant singh rajput's demise
Ankita lokhande after sushant singh rajput's demise

By

Published : Jul 8, 2020, 7:51 AM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অঙ্কিতা লোখান্ডে এবং রিয়া চক্রবর্তীর বিশেষ সম্পর্ক ছিল । 2016 সালে অঙ্কিতার সঙ্গে হঠাৎ করে ব্রেকআপের পর সুশান্তের জীবনে আসেন রিয়া । অভিনেতার জীবনের শেষ প্রেম বঙ্গতনয়া রিয়াই ।

সুশান্তের মৃত্যুর পর থেকে অঙ্কিতা আর রিয়াকে নিয়ে চর্চার কোনও শেষ নেই । অঙ্কিতার সঙ্গে ব্রেকআপ করা একেবারেই ঠিক হয়নি সুশান্তের, রিয়াই সুশান্তের জীবনে সর্বনাশ ডেকে আনলেন...এই জাতীয় ব্যক্তিগত মতামতে ছেয়ে গেছে সোশাল মিডিয়া । সুশান্তের মৃত্যুর জন্য অনেকে আবার রিয়াকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ।

সুশান্তের দুই স্পেশাল মানুষ..

কিন্তু, এই দু'জন মানুষ এখন কোথায় ? কী করছেন ? না, সুশান্তের জীবনের এই দুই প্রিয় মানুষই অন্তরালে মুখ লুকিয়েছেন । ফাঁকা তাঁদের সোশাল মিডিয়া পোস্ট, কোনও সংবাদমাধ্যমে নেই তাঁদের কোনও মন্তব্য বা প্রতিক্রিয়া ।

অঙ্কিতার ইনস্টাগ্রাম দেখলে বোঝা যাবে সুশান্তের মৃত্য়ুর পর তিনি যেন উধাও সেখান থেকে । 13 জুনের পর তাঁর আর কোনও পোস্ট নেই ।

আবার রিয়ার ইনস্টাগ্রামে পড়ে রয়েছে সেই 14 জুনের পোস্ট । অর্থাৎ সুশান্তের মৃত্যুর দিন সকাল বেলা সুইমিং পুলের ধারে একটি ভিডিয়ো শেয়ার করার পর তাঁরও দেখা নেই সেখানে ।

রিয়াকে কয়েকদিন আগে বান্দ্রা পুলিশ স্টেশনে দেখা গেছিল । পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে ডেকেছিল । বান্ধবী শিবানি দান্দেকরের সঙ্গেও একদিন দেখা যায় তাঁকে । তবে অঙ্কিতাকে সুশান্তের বাড়িতেই শেষ দেখা যায় । অভিনেতার মৃত্যুর পরদিন অভিনেত্রী একবারের জন্য তাঁর মুম্বইয়ের বাড়িতে গেছিলেন ।

ভালো সময়ে...

তাহলে কি দু'জনেই সুশান্তের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেননি ? প্রিয় মানুষের চলে যাওয়াটা মেনে নিতে পারেননি ? হয়তো প্রশ্ন করছেন, "কেন সুশান্ত..?" হয়তো অন্তরালে থেকেই নিজেদের গোছানোর চেষ্টা করছেন রিয়া আর অঙ্কিতা ।

ABOUT THE AUTHOR

...view details