মুম্বই : 2016 সালে অঙ্কিতার সঙ্গে ব্রেকআপ হয় সুশান্তের । কিন্তু তাঁর মনোরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন যে, অঙ্কিতা না থাকাটা কষ্ট দিত সুশান্তকে । অঙ্কিতা নিজেও কষ্ট পেতেন, জানা গেছে একাধিক সংবাদমাধ্যমের দৌলতে । তাঁদের সম্পর্ক নিয়ে আরও কয়েকটি কথা বললেন প্রযোজক সন্দীপ সিং । সন্দীপের সঙ্গে সুশান্ত ও অঙ্কিতার খুবই ভালো সম্পর্ক ছিল । প্রায় থ্রি মাস্কেটিয়ার্সের মতো থাকতেন তাঁরা তিনজন ।
সন্দীপ বলেন, "অঙ্কিতা শুধুমাত্র ওঁর গার্লফ্রেন্ড ছিল না । ও সুশান্তের মায়ের জায়গাটা নিয়েছিল । এই ইন্ডাস্ট্রিতে আমার 20 বছরের জার্নিতে আমি ওঁর মতো মেয়ে একটিও দেখিনি । সুশান্তের পছন্দের কথা মাথায় রেখেই অঙ্কিতা নিজেকে সাজাত, বাড়িকে সাজাত ।"
অঙ্কিতার জীবনের প্রথম প্রায়োরিটি ছিল সুশান্ত । অঙ্কিতাই একমাত্র অভিনেতাকে বাঁচাতে পারতেন, মনে করেন সন্দীপ ।