পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অঙ্কিতার ফ্ল্যাটের EMI দিতেন সুশান্ত ? জবাব দিলেন অভিনেত্রী

সুশান্ত মামলায় প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে । হঠাৎ শোনা যায় যে, সুশান্ত সিং রাজপুত নাকি অঙ্কিতা লোখান্ডের ফ্ল্যাটের EMI দিতেন । ইনস্টলমেন্টের মাধ্য়মে মোট সাড়ে চার কোটি টাকা মেটাচ্ছিলেন সুশান্ত । এই অভিযোগ কি সত্যি ? কী বললেন অঙ্কিতা লোখান্ডে ?

Ankita lokhande bank statement
Ankita lokhande bank statement

By

Published : Aug 15, 2020, 12:11 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অঙ্কিতা লোখান্ডের দীর্ঘ সাত বছরের সম্পর্ক ছিল । তাঁরা একইসঙ্গে থাকতেন একটা সময় । এরপর সুশান্ত বেরিয়ে বান্দ্রার ফ্ল্যাটে শিফ্ট করেন, ভাঙন ধরে সম্পর্কে । কিন্তু, তা সত্ত্বেও অভিনেতা নাকি প্রাক্তন প্রেমিকার ফ্ল্যাটের EMI মেটাচ্ছিলেন একটু একটু করে । অঙ্কিতার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে সম্প্রতি । জবাব দিতে নিজের ব্য়াঙ্ক স্টেটমেন্ট শেয়ার করলেন অভিনেত্রী ।

"সমস্ত অভিযোগকে থামিয়ে দিচ্ছি আমি । যতটা স্বচ্ছ হওয়া যায়, ততটা হওয়ার চেষ্টা করছি । আমার ফ্ল্য়াটের রেজিস্ট্রেশন কাগজ এবং আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট (1.01.19 থেকে 1.03.20 পর্যন্ত)", নিজের সমস্ত অফিশিয়াল কাগজপত্র সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অঙ্কিতা ।

সব শেষে লিখেছেন, "আমার আর কিছু বলার নেই । #justiceforssr" । দেখে নিন অঙ্কিতার ব্যাঙ্ক স্টেটমেন্ট...

তাহলে কি রিয়া চক্রবর্তীর উপর থেকে নজর সরানোর জন্য অঙ্কিতার ইমেজ নষ্ট করার চেষ্টা হল ? প্রশ্ন তুলছেন অনুরাগীরা ।

ABOUT THE AUTHOR

...view details