পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"তোমার অস্তিত্ব আমার জীবনের সেরা ঘটনা", কাকে বললেন অনিল? - Celebrity Marriages

বলিউড তাঁকে চিরযুবক বলে। তবে চিরযুবক অনিল কাপুরের প্রেরণা অন্য মানুষ। কে জানেন?

অনিল কাপুর

By

Published : May 19, 2019, 2:06 PM IST

মুম্বই : অনিল কাপুর আর সুনীতা কাপুরের দাম্পত্য জীবন যে কোনও দম্পতির কাপল গোল হতে পারে। তাঁদের ৩৫ বছরের বিবাহিত জীবন পূর্ণ হল আজ। তার অনেক আগে থেকেই দু'জনের আলাপ আর প্রেম। বিশেষ এই দিনটিতে অনিল কাপুর রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়লেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি শেয়ার করলেন তাঁর অনুভূতির কথা।

সেই পোস্টে অনিল লিখেছেন, "তোমার অস্তিত্বটাই আমার জীবনের সেরা ঘটনা। আমাদের জীবনটা একটা বিশাল অ্যাডভেঞ্চার, আর এই পুরো জার্নিতে তুমি আমার ভালোবাসা ছিলে, আছ আর আজীবন থাকবে। আমি আজ যতটুকু সেটা তোমার ভালোবাসা আর সমর্থনের জন্যেই।"

শুরুটা এক টেলিফোন কলের মাধ্যমে। সুনীতার কণ্ঠস্বরের প্রেমে পড়ে গেছিলেন অনিল। তারপর ধীরে ধীরে মানুষটার প্রেমে পড়া। বিয়ের আগে ১১ বছর আর বিয়ের পর ৩৫ বছর.. সব মিলিয়ে ৪৬ বছর একসঙ্গে কাটিয়ে অনিল এখন সুনীতার সঙ্গে আরও ৪৬ টা বছর কাটাতে চান।

আজ সুনীতা কাপুরও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন একটি বিশেষ পোস্ট। তিনি লিখেছেন, "ভালোর সঙ্গে সঙ্গে খারাপ সময়টা একসঙ্গে কাটিয়েছি আমরা, ভালোবাসার উপর বিশ্বাস রেখে এই পথটা খুঁজে পেয়েছি আমরা।"

ABOUT THE AUTHOR

...view details