মুম্বই : 2007 সালে সঞ্জয়লীলা বনসালির 'সাওয়ারিয়া' ছবিটি মনে আছে ? বক্স অফিসে সেভাবে সাড়া না ফেললেও ছবিটি রণবীর আর সোনমের জন্য বেশ গুরুত্বপূর্ণ । বিশেষ দিনটিকে মনে করলেন অনিল ।
এই ছবি দেওয়ার আরও একটি কারণও রয়েছে । কারণ 'সাওয়ারিয়া'-র লঞ্চ পার্টিতে জ্বলজ্বল করছেন ঋষি কাপুর । এই পোস্টের মাধ্যমে ঋষি কাপুরকেও মনে করতে চেয়েছেন অনিল ।