পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কাপুর মিটস কাপুর, 'সাওয়ারিয়া'-র লঞ্চ পার্টিতে ঋষি-অনিল - অনিল কাপুরের খবর

2007 সালে 'সাওয়ারিয়া' সিনেমার মাধ্য়মে বলিউড একসঙ্গে পা রাখেন ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুর ও অনিল কাপুরের মেয়ে সোনম । আজ ঋষি কাপুর নেই । পুরোনো স্মৃতি মনে করলেন অনিল কাপুর । মন ভারাক্রান্ত তাঁর ।

anil kapoor with rishi kapoor
anil kapoor with rishi kapoor

By

Published : May 13, 2020, 6:33 PM IST

মুম্বই : 2007 সালে সঞ্জয়লীলা বনসালির 'সাওয়ারিয়া' ছবিটি মনে আছে ? বক্স অফিসে সেভাবে সাড়া না ফেললেও ছবিটি রণবীর আর সোনমের জন্য বেশ গুরুত্বপূর্ণ । বিশেষ দিনটিকে মনে করলেন অনিল ।

এই ছবি দেওয়ার আরও একটি কারণও রয়েছে । কারণ 'সাওয়ারিয়া'-র লঞ্চ পার্টিতে জ্বলজ্বল করছেন ঋষি কাপুর । এই পোস্টের মাধ্যমে ঋষি কাপুরকেও মনে করতে চেয়েছেন অনিল ।

ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "জেমসকে মনে করছি । সোনম আর রণবীরের লঞ্চের মুহূর্তটাকে নীতু আর ঋষির সঙ্গে শেয়ার করতে পারা আমার জীবনের অন্যতম আনন্দের স্মৃতি.."

বলে রাখা ভালো অনিল কাপুর ঋষি কাপুরকে হলিউড অভিনেতা জেমস ডিনের সঙ্গে তুলনা করতেন । কারণ তিনি মনে করতেন যে, একমাত্র ঋষি কাপুরকেই জেমস ডিনের মতো সুন্দর দেখতে হতে পারে এদেশে ।

ABOUT THE AUTHOR

...view details