পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অনিল কাপুরের বিয়ে রূপকথার চেয়ে কম কিছু নয়...

আজ অনিল কাপুর আর সুনীতা কাপুরের বিবাহবার্ষিকী । বিশেষ দিনটিতে বিয়ের মুহূর্তটিকে ফিরে দেখলেন অভিনেতা...

Anil kapoor with Sunita kapoor
Anil kapoor with Sunita kapoor

By

Published : May 19, 2020, 6:46 PM IST

মুম্বই : অনিল কাপুর আর সুনীতা কাপুর বলিউডের অন্যতম আইডিয়াল দম্পতি । একে অপরের প্রতি তাঁদের ভালোবাসা ও নির্ভরশীলতা সবসময়ই সেলিব্রেট করেন দু'জনে । আজ অনিল-সুনীতার 36 তম বিবাহবার্ষিকী । আর আজই নিজেদের বিয়ের রোমাঞ্চকর দিনটি ফ্য়ানেদের সঙ্গে শেয়ার করলেন অভিনেতা ।

নিজেদের তিনটি ছবি শেয়ার করেছেন অনিল । তার মধ্যে দু'টো তাঁদের বিয়ের দিন তোলা । প্রথমবার ওই সাজে সুনীতাকে দেখে চোখে জল এসে গেছিল অনিলের । আর হবে না-ই বা কেন ? বিয়ের দিন প্রত্যেকেই খুব ইমোশনাল থাকেন, ব্যতিক্রম ছিলেন না অনিলও ।

বাবা-মায়ের এই বিশেষ দিনটি মনে রেখেছেন সোনম কাপুরও । তিনিও শেয়ার করেছেন তাঁদের একসঙ্গে কাটানো কিছু দুর্মূল্য় মুহূর্ত । ক্য়াপশনে লিখেছেন, "36 বছরের বিবাহিত জীবন আর 11 বছরের ডেটিং । পুরো পাগলামি । তোমাদের লাভ স্টোরি ভালোবাসা, হাসি আর পরিবার নিয়ে সমৃদ্ধ । কারণ রাগ তো শুধু সিনেমায় হয়, বাস্তবে নয়..."

দেখে নিন সোনমের পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details